দৈনিক শিক্ষা এমপিও ২০২২। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশাল সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। তিনি বলেছেন, পূর্বে কোনো কারণে যদি বেসরকারি শিক্ষক চাকরিকাল পূর্ণ না করে অব্যাহতি পেলে অথবা পদত্যাগ করলে আর্থিক কোনো সুবিধা পেতেন না। কিন্তু এখন হতে কোনো শিক্ষক পদত্যাগ করলে অথবা অব্যাহতি নিলে দশ বছরের বেশি যে কয় বছর চাকরি করবেন ঠিক তত বছরের অবসর গ্রহনের টাকা পাবেন।
তিনি আরও বলেছেন, বিগত দিন গুলতে শিক্ষকরা দুই বা ততোধিক প্রতিষ্ঠানে চাকরি করলে ও এক প্রতিষ্ঠান হতে আরেক প্রতিষ্ঠানে এমপিওভুক্তির ক্ষেত্রে এক বছরের অধিক সময় বিরতি থাকলে নিয়ম অনুযায়ী শুধু সর্বশেষ প্রতিষ্ঠানের কর্মকাল অনুযায়ী অবসর সুবিধার টাকা পেতেন। তবে এখন নতুন নিয়ম অনুসারে এ বিধান বাতিল করা হয়েছে। এখন হতে শিক্ষকরা একাধিক প্রতিষ্ঠানে কর্মরত থাকলে কেবল মাত্র এমপিও বিরতির সময়টা বাদে সম্পূর্ণ চাকরির সময়ের অবসর সুবিধা এখন হতে ভোগ করতে পারবেন, এমপিওভুক্ত শিক্ষকগণ।
এমন তথ্য দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ মোঃ শরীফ আহমদ সাদী।
সূত্র: দৈনিক শিক্ষা