সর্বশেষ নিউজ

বাবার নাম ‘জাল’ করেছেন সাকিব আল হাসান : কী বলছে বিসিবি?

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বাস সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। একের পর এক বিতর্কিত কর্মকান্ডের কারণে বারবার সংবাদের শিরোনাম হচ্ছে সাকিব আল হাসানের নাম। টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পূর্বে অনলাইন জুয়া প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিছু দিন আগে শেয়ারবাজার কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে যার কারনে সংবাদের শিরোনাম হতে হয়েছিল তার। এবার দেশের শীর্ষ একটি ইংরেজি দৈনিক পত্রিকা ফাঁস করে দিয়েছে সাকিব আল হাসানের বাবার নামের খবর! সাকিব তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোনার্ক হোল্ডিংস’-এর কাগজপত্রে নিজের বাবার নামের স্থানে ভুয়া নাম ব্যবহার করেছেন তিনি এমনটাই জানিয়েছেন শীর্ষ একটি ইংরেজি দৈনিক।

ক্রিকেটাঙ্গনে ব্যাপক  সমালোচনার সৃষ্টি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর বাবার নাম খন্দকার মাশরুর রেজা। তিনার এই নামে বিপুল পরিচিতি আছে। কিন্তুু মোনার্ক হোল্ডিংয়ের কাগজপত্রে সাকিব আল হাসানের বাবার নামের স্থানে লেখা হয়েছে ‘কাজী আবদুল লতিফ’। দুটি নামের এতটাই পার্থক্য পরিলক্ষিত হয় যে, টাইপিং করার সময়ে ভুল হয়েছে সে কথা বলারও সুযোগ নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক  সমালোচনার সৃষ্টি হয়েছে। মোনার্ক হোল্ডিংস চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম জানিয়েছেন, এনআইডি কার্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করা হয়। তাই বাবার ভুয়া নাম ব্যবহার করার কোনো  সুযোগ নেই।

বাবার নাম জালিয়াতির বিষয়টি নিয়ে প্রশ্ন

গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর)  মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের সময় সাকিব আল হাসান এর বাবার নাম জালিয়াতির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজামউদ্দিন চৌধুরী সুজনকে। উত্তরে তিনি জানান, ‘এটা সম্পূর্ণ বাইরের বিষয়। যাকে নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন আমার জানা মতে তিনি (সাকিব) নিজেও বর্তমানে দেশের বাইরে আছেন। এ বিষয়গুলো তো আমাদের নিকট সেভাবে আসে না। আপনারা যেভাবে জানতে পেরেছেন, আমরাও একইভাবে জেনেছি। তাই এ ব্যাপার নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না।

সূত্র: কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *