ইভ্যালি সর্বশেষ নিউজ ২০২২ । গ্রাহকদের টাকা পরিশোধ নিয়ে নতুন ঘোষণা ইভ্যালির
গ্রাহকদের অর্ডার ডেলিভারি, গেটওয়েতে আটকে থাকা টাকা ও দায় পরিশোধ সংক্রান্ত তথ্য জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিয়েছে শত কোটি টাকা ঋনের দায়ে বন্ধ হয়ে যাওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৮ মিনিটে প্রতিষ্ঠানটির ফেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ সম্মেলন আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে একটি প্রেস কনফারেন্স
ঘোষণায় জানানো হয়, প্রিয় গ্রাহক ও মার্চেন্ট, পূর্বের অর্ডার ডেলিভারি, গেটওয়ের টাকা ও দেনা পরিশোধ সংক্রান্ত সকল আপডেট নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হবে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।’
এর পূর্বে গত ২৪ আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার মা এবং বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে আদেশ জারি করেন।
আরও পড়ুনঃ
- ইভ্যালি নিউজ ২০২২ । Evaly news update । বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পর্ষদ
- সরকারি চাকরির বয়স বৃদ্ধি ২০২২ । সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস ছাড়।
- Evaly update news 2022 । বিটিভি লাইভে ইভ্যালি নিয়ে মাহবুব কবির মিলনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য
- ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ২০২২ । ভূমি সংক্রান্ত অপরাধ দমনে চালু হচ্ছে ডিজিটাল কেস সিস্টেম
নতুন করে পুনরায় চালু ইভ্যালির ফেসবুক পেজ
২২ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের এই আদেশ বাস্তবায়ন করার করার কথা বলা হয়েছিল। সেই আদেশ অনুযায়ী, ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হতে ইভ্যালির দায়িত্ব গ্রহন করেন। এরপরই বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে নতুন করে পুনরায় চালু হয় ইভ্যালির ফেসবুক পেজটি।
তবে তার পূর্বে গত ২১ সেপ্টেম্বর ইভ্যালির দায়িত্ব হতে পদত্যাগ করেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।
উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলর জামিন মঞ্জুর করেন আদালত। ওইদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হতে জামিন মঞ্জুর হলেএ তার বিরুদ্ধে আরও মামলা থাকার কারনে কারামুক্ত হতে পারেননি মোহাম্মদ রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।
সূত্র: সময় নিউজ