শিক্ষা বোর্ড নোটিশসর্বশেষ নিউজ

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিত করার জন্য আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা মোতাবেক এখন থেকে যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে ৬ নভেম্বর ২০২২ এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিত করার জন্য নতুন জাতীয়করণকৃত এবং বিদ্যমান শিক্ষকদের মাঝে আন্তঃবদলী কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে জানানো হয়, আন্তঃবদলী কার্যক্রমে এখন থেকে কোন বাধা নেই, নীতিমালা মোতাবেক এখন থেকে যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

সম্মেলনে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সঠিক সময়ে সম্পন্ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো এবং যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

আরও পড়ুনঃ 

তাছাড়াও কমিটি বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের জন্য জনবল নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে  অংশগ্রহন করেন ।

সূত্রঃ bvnews.24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *