সর্বশেষ নিউজ

Muktopaath Certificate Download Process । মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৩

নতুন কারিকুলামে কোর্স অনলাইনে করা যাবে – পাঠ্যসূচি প্রশিক্ষণ অনলাইনে করতে হবে – Muktopaath Certificate Download Process 2023

মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড না হলে? – মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড হয়। যদি কোন কারণে সমস্যঅর সৃষ্টি হয় তবে কোর্সের নাম ও ব্যাচ নম্বর সহ ইমেইল করুন info.muktopaath@gmail.com এ। যে কোন কোর্স করার পর আপনি অনলাইন হতেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কোর্স করতে এখানে ক্লিক করুন।

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। প্রস্তাবিত শিক্ষাক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের পূর্বেই সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। মুক্তপাঠ অনলাইন কোর্স ২০২২ । জাতীয় কারিকুলাম বিষয় ভিত্তিক অনলাইন কোর্স সার্টিফিকেট যাচাই করার নিয়ম ২০২২

মুক্তপাঠ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের নিয়ম – নিচের লিংকগুলো থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। কোন বিষয়ের প্রশিক্ষণ গ্রহণ করতে সংশ্লিষ্ট লিংকটি ব্রাউজ করে প্রশিক্ষণ পাতায় যান। এরপর প্রশিক্ষণ গ্রহণ করুন লিংকে ক্লিক করুন। এখানে নিজ নিজ অ্যাকাউন্টে প্রবেশ করে প্রশিক্ষণ গ্রহণ করুন।

মুক্তপাঠে করা অনলাইন কোর্সের সার্টিফিকেট অনলাইন হতেই ডাউনলোড করা যায় / সার্টিফিকেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে সার্টিফিকেট দাবি করুন বাটন এ ক্লিক করুন।

সমস্ত সার্টিফিকেট অনলাইনে স্টোর থাকে তাই যে কোন সময়ই ডাউনলোড করা যাবে।

Muktopaath Certificate Download Process । মুক্তপাঠ সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২২

Caption: Click here to download Certificate

নতুন কারিকুলাম পাঠ্যসূচি কোর্স করুন । মুক্তপাঠ হতে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২৩

  1. Muktopaath Login লিংকে গিয়ে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  2. লগইন করার পর ডানপাশের মেন্যু অপশন থেকে “সার্টিফিকেট” অপশনে ক্লিক করবেন।
  3. আপনি যে কোস ১০০% সম্পন্ন করেছেন সেই কোর্সের সার্টিফিকেটের আবেদন অথবা সার্টিফিকেট তৈরি করুন লেখায় ক্লিক করুন। যদি আপনি পূর্বে আবেদন করে থাকেন, অনুমোদন হলে সেই কোর্সের সার্টিফিকেট Download করতে পারবেন।
  4. কয়েকদিনের মধ্যেই আপনার আবেদন অনুমোদন হয়ে যায় এবং অতপর আপনি Muktopaath Certificate Download করে নিতে পারবেন।

কি কি বিষয়ে কোর্স আছে?

সরকারি ও বেসরকারি যে কোন নাগরিক মুক্তপাঠ হতে কোর্স করতে পারবেন। তথ্যপ্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা, বৈদেশিক কর্মসংস্থান, সিভিক এডুকেশন ইত্যাদি বিষয়ের উপর অসংখ্য ফ্রি কোর্স রয়েছে। এছাড়া আপনি মাত্র ৩০০ টাকায় পেইড কোর্সগুলো করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *