সর্বশেষ নিউজ

রিক্রুটিং লাইসেন্স নবায়ন ফি ২০২৩ । আদম ব্যবসা লাইসেন্স ফি কত?

আদম ব্যবসা শুরু করতে খুব বেশি অর্থ প্রয়োজন হয় না, তবে মানুষ বিদেশ পাঠানোর ক্ষেত্রে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কমিটমেন্ট-কথা রক্ষা করতে পারলে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় – রিক্রুটিং লাইসেন্স নবায়ন ফি ২০২৩

কত দিন পর পর লাইসেন্স নবায়ন করতে হয়? –‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এর ১১ ধারা অনুযায়ী প্রতি ০৩ (তিন) বছর অন্তর অন্তর রিক্রুটিং লাইসেন্স নবায়ন করার এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা ২০১৯‘ এর ৬(১) ধারা অনুযায়ী রিক্রুটিং লাইসেন্স হালনাগাদ নবায়নের নিমিত্ত লাইসেন্সের মেয়াদ শেষ হবার অন্যূন ০২ (দুই) মাস পূর্বে সরকার নির্ধারিত ফিসহ আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু নথি পর্যালোচনায় দেখা যায়, কোন কোন রিক্রুটিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও লাইসেন্স হালনাগাদ নবায়নের রিক্রুটিং এজেন্সি অদ্যাবধি আবেদন করেনি যা দন্ডনীয় অপরাধ। যে সকল রিক্রুটিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাঁদেরকে অনতিবিলম্বে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা ২০১৯’ এর তফসিল-১ এ উল্লিখিত লাইসেন্স নবায়নের আবেদন ফি, আবেদন ফি’র উপর ভ্যাট, নবায়ন ফি, নবায়ন ফি’র উপর ভ্যাট, বিলম্ব জরিমানা ফি

এবং বিলম্ব জরিমানা ফি’র উপর ভ্যাট বাবদ পে-অর্ডার এবং অর্থ আইন, ২০২১ অনুযায়ী লাইসেন্স ৩ (তিন) বছরের জন্য নবায়নের নিমিত্ত অগ্রিম আয়কর বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমাদানের স্বপক্ষে চালানের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বর্ণিত বিধিমালার ফরম-৩ অনুযায়ী মহাপরিচালক, বিএমইটি বরাবরে আবেদনপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আদম ব্যবসা লাইসেন্স ফি নির্ধারণ পদ্ধতি / জমানত কত টাকা রাখতে হয়?

রিক্রুটিং এজেন্সি কে ৩ বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় এবং নির্ধারিত ফিস দিয়ে এই লাইসেন্স প্রতি ৩ বছর পর পর নবায়ন করতে হয়। লাইসেন্স এর আবেদন ফিস ৫০০ টাকা, লাইসেন্স ফিস ৩ লক্ষ টাকা, জামানত ২০ লক্ষ টাকা এবং ডুপ্লিকেট লাইসেন্স ফিস ৫০০ টাকা। পরবর্তীতে নবায়ন ফি বৃদ্ধি করা হয়েছে।

রিক্রুটিং লাইসেন্স নবায়ন ফি ২০২৩ । আদম ব্যবসা লাইসেন্স ফি কত?

Caption: Recruiting Agency Rules

রিক্রুটিং এজেন্টের দায়িত্ব ও আচরণ কেমন হওয়া উচিৎ?

  1. আইন, বিধি এবং সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন, আদেশ বা নির্দেশ এবং লাইসেন্সের শর্তাবলি মানিয়া চলিবেন;
  2. একটি নিয়মিত অফিস বা অনুমোদিত শাখা চালু রাখিবেন, যাহার সম্মুখভাগে অফিসের নাম, ঠিকানা ও লাইসেন্স নম্বর সম্বলিত সাইনবোর্ড থাকিবে;
  3. অফিসে বা শাখা অফিসে বিদেশ গমনে ইচ্ছুক কর্মীগণের তথ্য ও পরামর্শ প্রদানের ব্যবস্থা রাখিবেন;
  4. উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উহার নিজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করিবেন;
    আইন বা বিধি মোতাবেক সরকার বা ব্যুরো কর্তৃক পরিচালিত যে কোনো তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবেন এবং, ক্ষেত্রমত, তথ্য প্রদান করিবেন;
  5. বিদেশে প্রেরিত কর্মীগণের নাম, ঠিকানা, গন্তব্য দেশ, নিয়োগকারীর ঠিকানাসহ একটি ডাটাবেজ সংরক্ষণ করিবেন এবং উক্ত তথ্য ওয়েবসাইটে নিয়মিত হালনাগাদ করিবেন।

কোন আইন অনুসারে এটি পরিচালিত হয় ?

আদম ব্যবসা পরিচালনা আইন- নবায়ন বিহীন রিক্রুটিং লাইসেন্স এর বিরুদ্ধে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা ২০১৯’ অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *