উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪ । অনলাইনে এমএ আবেদন ফি মাত্র ৫০০ টাকা
এমএ এবং এমএসএস (১ম পর্বঃ ১ বছর মেয়াদি)- এমএ: বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ- এমএসএস: রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব – এমএ এবং এমএসএস (১ম পর্ব) ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪
এমএ ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে? হ্যাঁ। – বংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ এবং এমএসএস (১ম পর্ব : ১ বছর মেয়াদি) প্রোগ্রাম শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪-এ ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন এ osaps (https://osapsnew.bou.ac.bd)-এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বাউবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা কি? ০৩ (তিন) টি পাবলিক পরীক্ষা যথাক্রমে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান এবং বিএ/বিএসএস/বিকম/বিএসসি/সমমান পরীক্ষার যে কোনো দুটিতে ২য় বিভাগ বা ২.৫০ জিপিএ/সিজিপিএ (৫ এর মানে) এবং জিপিএ/সিজিপিএ ২.০০ (৪ এর মানে) প্রপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।
বাউবিতে এমএ পড়তে কি কি কাগজপত্র লাগে? ০২ কপি ছবি । বিএ/বিএসএস/বিকম/বিএসসি/এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও মার্কশীটের সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। ওরিয়েন্টেশন ও স্থান ক্লাস ২৪ এপ্রিল, ২০২৪। আবেদন করা যাবে আগামী ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ৩০ মার্চ, ২০২৪ পর্যন্ত এবং ফি ৫০০/- (পাঁচশত) টাকা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪ । উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি পরীক্ষার প্রশ্নের মান
১৯ মে, ২০২৪ এর পর বাউবি’র ওয়েবসাইটে জানানো হবে। বউবি’র ওয়েব সাইট www.bou.ac.bd-এ জানানো হবে।
Caption: more details
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । কোন কোন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা যায়?
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর।
- সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ ।
- চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম।
- সিলেট এমস কলেজ, সিলেট।
- কুমিল্লাভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।
- কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ।
- সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ।
- সরকারি কারাইকেল কলেজ, কুপুর ।
- দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর ।
- সরকারি প্রযুা চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট ।
- যশোর এমএম কলেজ, যশোর ।
- সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
- সরকারি আনস মোহন কলেজ, ময়মনসিংহ।
- ইঞ্জিনিয়ার খনকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর।
- রাজশাহী গভঃ কলেজ, রাজশাহী ।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
- কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার।
- কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
- সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
- সরকারি আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট।
- পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী।
- চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।
এমএ ভর্তি পরীক্ষা পদ্ধতি কি?
বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন: বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ালি-২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি-২৫। পাস নম্বর ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে। আসন সংখ্যা: ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টারে ৬০ জন এবং অন্যান্য স্টাডি সেন্টারে ৮০ জন।