বাজেট ২০২৪-২০২৫ । নতু বাজেটে যে সকল সংশোধনী আনয়ন করা হয়েছে জেনে নিন
নতুন বাজেটে ধনীদের জন্য সংশোধনী বা প্রস্তাবনায় পরিবর্তন থাকলেও সাধারণ জনগণের জন্য কোন সু খবর রাখা হয়নি-সর্বজনীন পেনশন চাঁদা কর ছাড় দেয়া হয়েছে–নতুন বাজেট ২০২৪-২০২৪
এমপি মন্ত্রীদের গাড়ি ক্রয়ে কি করযুক্ত হয়েছে? না। – কেননা সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে বিদ্যমান আদেশ সংশোধনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। ফলে আগের মতো এবারও এমপিরা শুল্কমুক্ত কর সুবিধা ভোগ করতে পারেন। কর যুক্ত করার ব্যাপারে আলোচনা করা হলেও দাবীটি বাজেটে শেষ পর্যন্ত স্থান পায়নি।
কালো টাকা সাদা করার বিধানটি কি বহাল থাকলো? হ্যাঁ। মাত্র ১৫% কর দিয়েই প্রশ্নোতীতভাবে কালো টাকা সাদা করা যাবে। অন্যদিকে বৈধ আয়ের উপর গুণতে হবে ২৫% কর। এক্ষেত্রে অবৈধ টাকা সাদা করার ব্যাপারে কোন প্রশ্ন করবে না সরকার বা আয়ের উৎসও জানতে চাইবে না সরকার বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা। এভাবে অনির্দিষ্ট কালের জন্য কালো টাকা সাদা করার বিধানটি কার্যকর থাকছে।ব্যবসায়ীদের চাপে কি সর্বোচ্চ কর হার কমানো হলো? হ্যাঁ। প্রস্তাবিত বাজেটে করসীমা ৩০% ধরা হলেও পরবর্তীতে বিত্তবান বা ব্যবসায়ীদের চাপে হার হার পূর্বের ন্যায় ২৫% এ থাকছে। আগামী অর্থ বছর হতে ৩০% কার্যকর হবে বলে জানা গেছে। অন্যদিকে করযোগ্য আয়সীমা ৩,৫০,০০০ টাকায় ই রাখা হয়েছে। মূল্য স্ফিতিতে টাকা মান কমলেও করযোগ্য আয়সীমা বৃদ্ধি হলে সাধারণ মানুষকে স্বস্তী দেওয়া হলো না।
রাষ্ট্রীয় বাজেট মানেই টাকা অর্জন করে ব্যয় মেটানো হবে/ ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ এবং বৈদেশিক ঋণও ভরসা।
সরকারি এবং বেসরকারি খাত হতে অভ্যন্তরীন ঋণের মাধ্যমে ১.৬০ লাখ কোটি টাকা সংগ্রহ করা হবে এবং বৈদেশিক ঋণের মাধ্যমে ৯০.৭০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
Caption: info source TBS । New budget 2024-25 pdf download link
২০২৪-২৫ অর্থ বছরের উল্লেখযোগ্য কর হার । বিড়ি ও জর্দার উপর কত % হারে কর প্রদেয় হইবে।
- প্রত্যেকটি publicly traded উক্ত আয়ের ২৫%; company কোম্পানির যাহাদের পরিশোধিত মূলধনের ১০% বা কম শেয়ার IPO (Initial Offering) এর মাধ্যমে হইয়াছে। তবে শর্ত থাকে যে, বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিলে উপরিউক্ত করহার উক্ত আয়ের ২৫% হইবে
- ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্যতীত): (অ) এইরূপ প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রে যাহা publicly traded company- উক্ত আয়ের ৩৭.৫%
- মার্চেন্ট ব্যাংক এর ক্ষেত্রে- উক্ত আয়ের ৩৭.৫%;
- সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে- উক্ত আয়ের ৪৫%
- মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে উক্ত আয়ের ৪৫%
- কোম্পানি এবং ব্যক্তিসংঘ নহে, বাংলাদেশে অনিবাসী উক্ত আয়ের ৩০%; (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ অন্যান্য সকল করদাতার
ক্ষেত্রে আয়ের উপর প্রযোজ্য কর। - বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ উক্ত আয়ের ২৭.৫%
নীট পরিসম্পদ বলতে কি বুঝায়?
“নিট পরিসম্পদের মূল্যমান” বলতে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৬৭ অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শনযোগ্য নিট পরিসম্পদের মূল্যমান (total net worth) বুঝাইবে এবং“মোটর গাড়ি” বলিতে বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটরযান অন্তর্ভুক্ত হইবে। সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হইতে অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে। (2) কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিগণের গম্যতার ক্ষেত্রে দেশে বলবৎ আইনি বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখিলে উক্ত প্রতিষ্ঠানের অর্জিত আয়ের উপর ২.৫% হারে সারচার্জ প্রদেয় হইবে।