সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার প্রক্রিয়া ২০২২
সরকারি চাকরিজীবীদের পেনশন এবং বেতন ভাতাদি গ্রহণ করতে সোনালী ব্যাংক হিসাব খোলা এক রকম বাধ্যতামূলকই ধরতে পারেন। যদিও ইএফটি’র মাধ্যমে বেতন পাচ্ছেন যা যে কোন ডিজিটাল ব্যাংক হিসাবে গ্রহণ করা যায় কিন্তু এজি অফিসের এরিয়ার বিল বা বকেয়া বিল গ্রহণ করতে সোনালী ব্যাংক হিসাব হলে বিল ট্রান্সফার দেওয়া সহজ হয়। দেশে বা বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি যে কোন বাংলাদেশী নাগরিক সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাব বা সেভিংস একাউন্ট খুলতে পারে।
সোনালী ব্যাংক সঞ্চয়ী হিসাব ধরন ও বৈশিষ্ট
১। একাউন্টটি একক /যৌথ নামে খোলা যাবে।
২। একাউন্ট হোল্ডার এই একাউন্টে তার মনোনীতি ব্যক্তিকে নমিনি করতে পারবেন।
৩। একাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে নমিনি সমুদয় টাকা পয়সা নিতে পারবেন।
৪। সর্বনিম্ন জমার পরিমাণ-১০০০ টাকা (যা লাইফ টাইম জমা থাকবে হিসাব ক্লোজ না করলে উঠাতে পারবেন না)
৫। ফ্রি চেক-বই পাওয়া সুবিধা (লোকাল চেক বুক)। এমআইসিআর চেক বই নিতে ১ মাস সময় লাগবে।
৬। বিদেশী রেমিটেন্স এর টাকা দ্রুত জমা হয় এবং আপনার প্রয়োজনে যে কোন সময় উঠাতে পারবেন।
৭। এক শাখা থেকে অন্য শাখায় তহবিল স্থানান্তর করা যায়।
৮। স্থায়ী নির্দেশের ব্যবস্থায় তহবিল স্থানান্তর।
৯। ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেক নগদায়ন সংগ্রহ করা যাবে।
চেক বুক ইস্যু চার্জ by Bank
ক্রমিক নং | Type of Cheque Book -চার্জের ধরণ | চার্জ (টাকা |
০১। | ১০ পাতা Non MICR Cheque Book (প্রতি পাতা ২.৫ টাকা হারে | ২৫ টাকা |
০২। | ২০ পাতা MICR Cheque Book (প্রতি পাতা ৪ টাকা হারে | ৮০ টাকা |
সঞ্চয়ী হিসাব খুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে
১। ওয়েবসাইট থেকে একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করে পূরণ করে নিতে পারবেন। তাছাড়া নিকটস্থ শাখা থেকেও নিতে পারবেন।
২। একাউন্ট খোলার ফর্ম এবং স্বাক্ষর কার্ডটি পূরণ করে যথাযথভাবে স্বাক্ষর করতে হবে।
৩। একাউন্টধারীর দুই কপি পাসপোর্ট সাইজের সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। প্রত্যেক মনোনীতি ব্যক্তির জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
৪। একাউন্টধারীর দ্বারা যথাযথভাবে সত্যায়িত মনোনীত ব্যক্তির ০১ কপি ছবি।
৫। বিদেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত অনাবাসী বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের ফরম ৭ পৃষ্ঠার ফটোকপি।
৬। একাউন্ট খোলার ফর্ম/কার্ডে স্বাক্ষর অবশ্যই পাসপোর্টের স্বাক্ষরের সাথে একই হতে হবে।
৭। জন্ম সনদ /নাগরিকত্ব সনদ।
সঞ্চয়ী হিসাব খুলতে ফরম যেভাবে পূরণ করবেন নমুনা
সোনালী ব্যাংক হিসাব খুলার ফরম: ডাউনলোড
স্থায়ী আমানত, সঞ্চয়ী স্কিম, বিশেষ স্কিম হিসাব খোলার ফরম: ডাউনলোড
Bank Schedule of Charges | সারা বছর ধরে যে চার্জগুলো কর্তন করা হয়।