Argentina Vs Mexico FIFA Football Match 2022 । আজকের ম্যাচে জিততে পারবে কি আর্জেন্টিনা?

আর্জেন্টিনা ও ম্যাক্সিকোর গত ৩৫ ম্যাচের মধ্যে আর্জেন্টিনা ১৬টিতে জিতেছে এবং ৫টিতে হেরেছে ড্র হয়েছে ১৪টিতে দেখা যাক বিশ্বকাপে কি দেখায় –Argentina Vs Mexico FIFA Football Match 2022

আর্জেন্টিনা বনাম মেক্সিকো গোল সংখ্যা কত? – সর্বশেষ ৩৫ ম্যাচে গোল হয়েছে ৯১টি। ৯১টি গোলের মধ্যে আর্জেন্টিনা দিয়েছে ৫৭টি এবং ৩৪ টি দিয়েছে ম্যাক্সিকো। ম্যাচের ফলাফলে দেখা যায় আর্জেন্টিনা ৩ গুন এগিয়ে রয়েছে কিন্তু গোলের ক্ষেত্রে ২গুনেরও কম। ম্যাচ ড্র হলেও আর্জেন্টিনা ছিটকে পড়বে এ চাপ নিয়ে কতটা ভাল বা খারাপ খেলে আর্জেন্টিনা সেটিই দেখার বিষয়।

ম্যাচ প্রিডিকশন কি বলে? ভবিষ্যৎ বানী বলছে আর্জেন্টিনা জিতবে। যদিও আর্জেন্টিনাতে ফুটবল খেলা শুরু হয় ১৮৬৭ সালে, তবে ১৯০১ সালে আর্জেন্টিনার প্রথম জাতীয় ফুটবল দল গঠিত হয়। তারা উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় প্রথম মুখোমুখি হয়। খেলাটি অনুষ্ঠিত হয় ১৯০১ সালের ১৬ মে, যেখানে আর্জেন্টিনা ৩–২ ব্যবধানে জয় লাভ করে। আর্জেন্টিনার প্রথম আনুষ্ঠানিক শিরোপা ছিল কোপা লিপতন। ১৯০৬ সালে, তারা উরুগুয়েকে ২–০ ব্যবধানে হারিয়ে এই শিরোপা জয়লাভ করে। ঐ বছর আর্জেন্টিনা নিউটন কাপেও অংশগ্রহণ করে এবং উরুগুয়েকে ২–১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়লাভ করে। ১৯০৭ থেকে ১৯১১ সাল পর্যন্ত টানা আরো চারবার এই শিরোপা জেতে তারা। এছাড়া তারা ১৯০৬ থেকে ১৯০৯ সাল পর্যন্ত চারবার লিপতন কাপও জয়লাভ করে। ১৯১৬ সালে, কনমেবল পরিচালিত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (বর্তমানে কোপা আমেরিকা) অংশগ্রহণ করে আর্জেন্টিনা। এই প্রতিযোগিতায় শিরোপা জেতে উরুগুয়ে। আর্জেন্টিনা তাদের প্রথম দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে ১৯২১ সালে। প্রতিযোগিতায় তারা উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে সবকয়টি খেলায় জয় লাভ করে। ফুটবল বিশ্বকাপ ২০২২ । বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ পুরস্কার কি?

১৯২৪ সালের ২রা অক্টোবর তারিখে উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি খেলায় অংশগ্রহণ করে আর্জেন্টিনা। খেলার ১৬তম মিনিটে আর্জেন্টাইন উইঙ্গার সিজারিও ওঞ্জারি কর্ণার কিক থেকে একটি গোল করেন। তিনি কর্ণার কিক নেন এবং কোন খেলোয়াড় বল স্পর্শ না করলেও তা উরুগুয়ের গোলপোস্টের ভেতরে ঢুকে যায়। এই গোলটির নাম দেওয়া হয় ‘‘গোল অলিম্পিকো’’ বা ‘‘অলিম্পিক গোল’’। ১৯২৭ সালে আর্জেন্টিনা তাদের তৃতীয় দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে। এই প্রতিযোগিতার তিন খেলার সবকয়টিতেই জয় লাভ করে তারা। আর্জেন্টিনা ১৯২৮ আমস্টারডাম অলিম্পিকে অংশগ্রহন করে। উরুগুয়ের বিপক্ষে ফাইনালে ২–১ ব্যবধানে হেরে রৌপ্যপদক জেতে তারা। ১৯২৯ সালে টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে আর্জেন্টিনা। এই প্রতিযোগিতায়ও আর্জেন্টিনা সবকয়টি খেলায় জয় লাভ করে। ১৯৩০ সালে ফিফা প্রথম বিশ্বকাপ আয়োজন করে। প্রতিযোগিতায় আজেন্টিনাসহ মোট ১৩টি দেশ অংশগ্রহন করে। সবকয়টি খেলায় জয় লাভ করে ফাইনালে পৌছালেও, উরুগুয়ের বিপক্ষে ৪–২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। প্রতিযোগিতায় আট গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টিনার গুইলেরমো স্তাবিল। ১৯৩৪ ইতালি বিশ্বকাপে অংশগ্রহন করলেও, প্রথম পর্বে সুইডেনের বিপক্ষে ৩–২ ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা বনাম ম্যাক্সিকো / আর্জেন্টিনা হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে

গত ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে ২:১ গোলে হেরেছে। আর্জেন্টিনা পরবর্তী রাউন্ডে যেতে হলে অবশ্যই চলতি ম্যাচে জিৎতে হবে। ড্র করলেও আর্জেন্টিনা বাদ পড়ে যাবে।

Argentina Vs Mexico FIFA Football Match 2022 । আজকের ম্যাচে পারবে কি আর্জেন্টিনা?

Caption: Match Schedule of Argentina

Match history of Argentina Vs Maxico । দুটি দলের মধ্যে সকল খেলার সামারিতে চোখ রাখা যাক

  • July 19, 1930: Argentina 6-3 Mexico (International Friendly)
  • March 13, 1956: Argentina 0-0 Mexico (Panamerican Championship)
  • March 22, 1956: Argentina 3-3 Mexico (Panamerican Championship)
  • March 10, 1960: Argentina 3-2 Mexico (Panamerican Championship)
  • March 17, 1960: Argentina 2-0 Mexico (Panamerican Championship)
  • March 28, 1962: Argentina 1-0 Mexico (International Friendly)
  • August 22, 1967: Argentina 1-2 Mexico (International Friendly)
  • February 6, 1973: Argentina 0-2 Mexico (International Friendly)
  • August 31, 1975: Argentina 1-1 Mexico (Copa de Mexico)
  • September 18, 1984: Argentina 1-1 Mexico (International Friendly)
  • October 25, 1984: Argentina 1-1 Mexico (International Friendly)
  • November 14, 1985: Argentina 1-1 Mexico (International Friendly)
  • November 17, 1985: Argentina 1-1 Mexico (International Friendly)
  • July 31, 1987: Argentina 1-1 Mexico (International Friendly)
  • August 2, 1987: Argentina 1-1 Mexico (International Friendly)
  • January 17, 1990: Argentina 0-2 Mexico (International Friendly)
  • February 17, 1990: Argentina 0-2 Mexico (International Friendly)
  • March 13, 1991: Argentina 0-0 Mexico (International Friendly)
  • June 20, 1993: Argentina 1-1 Mexico (Copa America)
  • July 4, 1993: Argentina 2-1 Mexico (Copa America)
  • February 10, 1999: Argentina 1-0 Mexico (International Friendly)
  • June 9, 1999: Argentina 2-2 Mexico (International Friendly)
  • December 20, 2000: Argentina 2-0 Mexico (International Friendly)
  • February 4, 2003: Argentina 1-0 Mexico (International Friendly)
  • July 10, 2004: Argentina 0-1 Mexico (Copa America)
  • March 9, 2005: Argentina 1-1 Mexico (International Friendly)
  • June 26, 2005: Argentina 1-1 Mexico (FIFA Confederations Cup)
  • June 24, 2006: Argentina 2-1 Mexico (FIFA World Cup)
  • June 11, 2007: Argentina 3-0 Mexico (Copa America)
  • June 4, 2008: Argentina 4-1 Mexico (International Friendly)
  • June 27, 2010: Argentina 3-1 Mexico (FIFA World Cup)
  • September 8, 2015: Argentina 2-2 Mexico (International Friendly)
  • November 16, 2018: Argentina 2-0 Mexico (International Friendly)
  • November 20, 2018: Argentina 2-0 Mexico (International Friendly)
  • September 10, 2019: Argentina 4-0 Mexico (International Friendly)

মেক্সিকো দলের ফুটবল ইতিহাস কি বলে?

মেক্সিকো জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মেক্সিকোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মেক্সিকীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬১ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে। ১৯২৩ সালের ১লা জানুয়ারি তারিখে, মেক্সিকো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়াতেমালার গুয়াতেমালা সিটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মেক্সিকো গুয়াতেমালাকে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে। মেক্সিকো হচ্ছে কনকাকাফ গোল্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৮৭,৫২৩ ধারণক্ষমতাবিশিষ্ট আসতেকা স্টেডিয়ামে এল ত্রি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মেক্সিকোর তোলুকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হেরার্দো মার্তিনো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়াল বেতিসের মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস গুয়ার্দাদো। ফুটবল খেলার খবর ২০২২ । আর্জেন্টিনা নাকি সৌদি আরব কে জিতবে আজ?

মেক্সিকো এপর্যন্ত ১৬ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭০ এবং ১৯৮৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো। অন্যদিকে কনকাকাফ গোল্ড কাপে মেক্সিকো অন্যতম সফল দল, যেখানে তারা ১১টি (১৯৬৫, ১৯৭১, ১৯৭৭, ১৯৯৩, ১৯৯৬, ১৯৯৮, ২০০৩, ২০০৯, ২০১১, ২০১৫ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, মেক্সিকো ১৯৯৯ ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়লাভ করেছে। ক্লাউদিও সুয়ারেস, আন্দ্রেস গুয়ার্দাদো, পাবেল পার্দো, হাভিয়ের হার্নান্দেজ এবং হারেদ বরগেতির মতো খেলোয়াড়গণ মেক্সিকোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ । আপনার ফেবারিট দলটি কেমন খেলছে দেখে নিন

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *