এশিয়া কাপ ফাইনাল ২০২২ লাইভ । ফাইনালের আগেই পরাজয়, যা জানালেন পাকিস্তান অধিনায়ক
এশিয়া কাপের তৃতীয় শিরোপার দ্বারপ্রান্তে পাকিস্তান। রোববার (১১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় শ্রীলংকার মুখোমুখি হবে বারব আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
তবে ফাইনালের ঠিক আগমূহর্তে সুপার ফোরে শ্রীলংকার কাছেই পরাজিত হয় পাকিস্তান। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে প্রচন্ড ব্যাটিং বিপর্যয়ের মুখে পরতে হয় পাকিস্তানকে,যার কারণে ১৯.১ ওভারে ১২১ রান করে অলআউট হয় বাবর আজমের দল।
শ্রীলংকা টার্গেট তাড়া করতে নেমে ১৮ বল বাকী থাকতেই ৫ উইকেটের দাপুটে জয় পায়।
ফাইনালের ঠিক আগমূহর্তে শ্রীলংকার বিপক্ষে পরাজয়ের ব্যাপারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানান, আমি আসলে ১২১ এমন ছোট স্কোর নিয়ে চিন্তিত। পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো করতে পারিনি। আমরা আসলে পাওয়ার প্লের ওভারগুলোতেই পিছিয়ে যাই। সেই সংকট আর কাটিয়ে উঠতে পারিনি।
এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম আরও জানান, আমাদের ফাস্ট বোলারদের স্কোয়াড খুবই ভালো। হাসান আলীর কামব্যাক, অন্যরাও ভালো ছিল। তবে ফাইনালের ঠিক আগমূহর্তে এভাবে পরাজিত হওয়া কোনো দলের জন্যই ভালো খবর নয়।
এশিয়া কাপ লাইভ স্কোর, খেলার ফলাফল ও সিডিউল দেখুন গুগল সার্চ করে এক নিমেষেই – এশিয়া কাপ ২০২২ live
এশিয়া কাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হচ্ছে – আপনি “এশিয়া কাপ ২০২২” লিখে যে কোন ব্রাউজারে সার্চ করলে অথবা গুগল করলেই এশিয়া কাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। গুগল স্নিপিট এ স্কোর বোর্ডে সব তথ্য দেখাবে।
অনলাইনে খেলা দেখার উপায়
অনলাইনেই আপনি এশিয়া কাপ টি২০ খেলা দেখতে পারবেন –ক্রিকেট খেলা লাইভ ভিডিও – মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। আ্যপগুলো হলো র্যাবিটহোলবিডি এবং মাইজিপি অ্যাপ এছাড়াও টফি অ্যাপে খেলাগুলো দেখা যাবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
- বাবর আজম (অধিনায়ক),
- মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),
- ফখর জামান,
- ইফতিখার আহমেদ,
- খুশদিল শাহ,
- হায়দার আলি,
- আসিফ আলি,
- শাদাব খান,
- মোহম্মদ নওয়াজ,
- হারিস রউফ,
- নাসিম শাহ।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ
- কুশল মেন্ডিস (উইকেটরক্ষক),
- দানুশকা গুনাথিলাকা,
- চারিথ আসালাঙ্কা,
- ভানুকা রাজাপাকসে,
- ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা,
- দাসুন শানাকা (অধিনায়ক),
- ওয়ানিন্দু হাসারাঙ্গা,
- চামিকা করুনারত্নে,
- মাহিশ থিকসানা,
- মাথিসা পাথিরানা,
- দিলশান মধুশঙ্কা।