ATM Debit Card Uses Charge bd । একবার এটিএম কার্ড ব্যবহার করলে কত চার্জ কাটবে?

দেশের অভ্যন্তরে NPSB এর মাধ্যমে সম্পাদিত লেনদেনসমূহের জন্য ফি/চার্জ পুন: নির্ধারণ হয়েছে -National Payment Switch Bangladesh (NPSB) এর মাধ্যমে সম্পাদিত ইলেক্ট্রনিক লেনদেনের জন্য ফি/চার্জ ২০২৪

একবার ইউজ করলে সর্বনিম্ন ১০ টাকা চার্জ কাটতো? হ্যাঁ। সেটি বৃদ্ধি করা হয়েছে। চার্জ কার্ড ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান এ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠানকে প্রদান করবে। নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান সর্বোচ্চ ১৫ (পনের) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে। অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জ বাবদ উল্লিখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।

ব্যাংকগুলো সর্বোচ্চ ২০ টাকা আদায় করতে পারবে? দেশের অভ্যন্তরে POS ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠানকে প্রদান করবে। ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে উক্ত চার্জ আদায় করতে পারবে। টাকার মান কমাতে সকল প্রকার চার্জই বৃদ্ধি করা হচ্ছে তারও ধারাবাহিকতায় ডেবিট কার্ড ব্যবহারের চার্জ বৃদ্ধি করা হয়েছে।

এখন কি ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (IBFT) এর ক্ষেত্রেও চার্জ গুণতে হবে? NPSB এর আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ১০.০০ (দশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত); যা অরিজিনেটিং ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।

ভিসা ডেবিট কার্ড এর সুবিধা । ব্যাংক ক্রেডিট কার্ড চার্জ । সোনালী ব্যাংক ভিসা কার্ড চার্জ কত কাটে?

বিভিন্ন বিশেষায়িত খাতে (যেমনঃ চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য) লেনদেনে ব্যবহৃত Merchant Category Code (MCC) কোডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বিশেষ ফি/চার্জ প্রযোজ্য হবে। অন্যান্য ক্ষেত্রে NPSB এর আওতায় POS, Bangla QR, E-commerce পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টে এ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য ফি/সার্ভিস চার্জের সর্বোচ্চ হার (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠানের ফি ও নেটওয়ার্ক পরিচালনা ফি পুন: নির্ধারণ করা হয়েছে।

Caption: Full Circular 2024 Download

ডেবিট কার্ড ব্যবহার চার্জ ২০২৪ । কার্ড দিয়ে ব্যালেন্স চেক করলেও ৫ টাকা কাটা হবে?

  1. নগদ অর্থ উত্তোলন -সর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত)
  2. স্থিতি অনুসন্ধান -সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত)
  3. ক্ষুদে বিবরণী প্রদান- সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত)
  4. তহবিল স্থানান্তর-সর্বোচ্চ ১০.০০ (দশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত)

ডেবিট কার্ডের নতুন চার্জ কবে থেকে কর্তন করা হবে?

MCC-9399 এর বিপরীতে সংঘটিত কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত কার্ডের জন্য ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে এ্যাকোয়ারিং ব্যাংক/প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করবে, যার মধ্যে ৫ (পাঁচ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) কার্ড ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠানকে প্রদান করবে। ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকার উর্ধ্বে এ জাতীয় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক/প্রতিষ্ঠানসমূহের প্রচলিত ফি/চার্জ প্রযোজ্য হবে। আগামী ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ হতে NPSB এর মাধ্যমে সম্পাদিত লেনদেনের ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *