সর্বশেষ নিউজ

Bank Schedule of Charges | সারা বছর ধরে যে চার্জগুলো কর্তন করা হয়।

Bank Schedule of Charges – একাউন্ট মেইনটেন্যান্স চার্জ – ব্যাংক চার্জ

Bank Charges –Bank Charges Twice in a Year -June and December – বাংলাদেশের সিডিউল ব্যাংক গুলো বছরে দু’বার চার্জ কর্তন করে থাকেন। গ্রাহককে কোন প্রকার ম্যাসেজ না দিয়ে শুধুমাত্র স্টেটমেন্টে হিট করার মাধ্যমে এ চার্জ বছরের জুন ও ডিসেম্বর মাসে কর্তন করা হয়।

ব্যাংক চার্জ গুলো সরকারি এবং বেসরকারি ব্যাংক কোন কোন চার্জ মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধি হিসাবে কাটেন আবার কোন কোন চার্জ সরকারি নির্দেশে এনবিআরের হয়ে কর্তন করে থাকেন। কিছু চার্জ ব্যাংক গুলো তাদের সার্ভিস চার্জ হিসেবে কর্তন করে থাকেন।

আজ আমরা হিসাব মেইনটেন্যান্স চার্জ, এসএমএস চার্জ, ডেবিট বা ক্রেডিট কার্ড চাজ, আবগারি শুল্ক, আমানতের উপর চার্জ, ট্রানজেকশন চার্জ ইত্যাদি চার্জ বিষয়ে জেনে নিব। এসব চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পোস্টটি ভাল করে পড়বো।

ব্যাংক গুলো বছর কয়বার চার্জ কাটে? / কোন কোন ক্ষেত্রে ব্যাংক চার্জ করে?

সবগুলো ব্যাংকে চার্জ প্রায় একই রকম সার্ভিস ভেদে তাদের চার্জে কিছুটা ভিন্নতা থাকলেও বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া চার্জগুলো তাদের নির্দেশনা মোতাবেকই কর্তন করতে হয়।

সঞ্চয়ী হিসাবে আমানতের উপর ব্যাংক চার্জ (বছরে দু’বার)

ক্রমিক নং আমানতের পরিমান চার্জ (টাকা ভ্যাট (টাকা) মোট চার্জের পরিমাণ
০১। ০.০০ থেকে ১০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত ফ্রি ফ্রি ০.০০ টাকা
০২। ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত ১০০ ১৫ ১১৫ টাকা
০৩। ২৫,০০১ থেকে ২,০০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত ২০০ ৩০ ২৩০ টাকা
০৪। ২৫,০০১ থেকে ২,০০,০০০ টাকা আমানত রাখা পর্যন্ত ২৫০ ৩৮ ২৩৮ টাকা
০৫। ১০,০০,০০১ থেকে তদূর্ধ্ব ৩০০ ৪৫ ৩৪৫ টাকা

Caption: ব্যাংক চার্জের আদ্যোপান্ত। ব্যাংক চার্জগুলো সম্পর্কে সাম্যক ধারনা নিয়ে রাখুন।

চলতি হিসাবে আমানতের উপর ব্যাংক চার্জ (বছরে দু’বার)

ক্রমিক নং আমনতের পরিমান চার্জ (টাকা ভ্যাট (টাকা) মোট চার্জের পরিমাণ
০১। যে কোন স্থিতির উপর ৩০০ ৪৫ ৩৪৫ টাকা

সর্ট নোটিশ ডিপোজিট হিসাবে আমানতের উপর ব্যাংক চার্জ (বছরে দু’বার)

ক্রমিক নং আমনতের পরিমান চার্জ (টাকা ভ্যাট (টাকা) মোট চার্জের পরিমাণ
০১। যে কোন স্থিতির উপর ৫০০ ৭৫ ৩৭৫ টাকা

Caption: Short Notice Deposite Account (SND) bank Charges (বছরে দু’বার)

এসএমএস চার্জ ফি (বছরে দু’বার)

সার্ভিস চার্জ চার্জ (টাকা ভ্যাট (টাকা) মোট চার্জের পরিমাণ
Transcation Alert Service ৫০ ৫৮ টাকা
Push Pull Service ৫০ ৫৮ টাকা

Caption: sms charges of schedule twice in a year

এসএমএস চার্জ ফি (বছরে একবার)

ক্রমিক নং Type of Card –কার্ড চার্জের ধরণ চার্জ (টাকা ভ্যাট (টাকা) মোট চার্জের পরিমাণ
০১। Debit Card Normal ৪০০ ৬০ ৪৬০ টাকা
০২। Student Debit Card ২০০ ৩০ ২৩০ টাকা
০৩। Credit Card ৫০০ ৭৫ ৫৭৫ টাকা

Caption: Debit or credit card charges of Bank

আবগারি শুল্ক -বছরে একবার কর্তন (শুধুমাত্র ডিসেম্বরে কর্তনযোগ্য)

সর্বোচ্চ টাকার পরিমাণ আবগাড়ি শুল্কের পরিমাণ
০ হতে ১,০০,০০০ ০.০০ টাকা
১,০০,০০১ হতে ৫,০০,০০০ ১৫০ টাকা
৫,০০,০০১ হতে ১০,০০,০০০ ৫০০ টাকা
১০,০০,০০১ হতে ১,০০,০০,০০০ ৩,০০০ টাকা
১,০০,০০,০০১ হতে ৫,০০,০০,০০০ ১৫,০০০ টাকা
৫,০০,০০,০০১ অথবা এর অধিক ৪০,০০০ টাকা

এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আরোপ করা হয়েছে।

চেক বুক ইস্যু চার্জ by Bank

ক্রমিক নং Type of Cheque Book -চার্জের ধরণ চার্জ (টাকা
০১। ১০ পাতা Non MICR Cheque Book (প্রতি পাতা ২.৫ টাকা হারে ২৫ টাকা
০২। ২০ পাতা MICR Cheque Book (প্রতি পাতা ৪ টাকা হারে ৮০ টাকা

Caption: Cheque Book Charge by Bank

ব্যাংকের Tax deducted at source or TDS charge কি কমানো যায়?

জি-এটি কমাতে চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক প্রতি ৬ মাসে একাউন্ট এর গড় স্থিতির উপর নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে থাকে। এই মুনাফার উপর সরকার একটা নির্দিষ্ট হারে উৎসে কর কর্তন করে থাকে যেটাকে Tax dedication at source-TDS বলে। এই হারটা ক্ষেত্রে বিশেষে ১৫% অথবা ১০%। আপনার যদি TIN সার্টিফিকেট বা আয়কর সনদ থাকে এবং সেটা যদি আপনার ব্যাংক হিসাবে বা একাউন্টে যুক্ত করা থাকে তাহলে ব্যাংক কর্তৃক আপনাকে প্রদত্ত মুনাফার উপর সরকার ১০% TDS কর্তন করে নিবে। আর যদি TIN সার্টিফিকেট না থাকে তাহলে সেই হারটা হবে ১৫%। অর্থাৎ ব্যাংক আপনাকে মুনাফা দেয় আর সরকার সেই মুনাফা থেকে TDS কেটে নয়।

আরও বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ব্যাংকের চার্জগুলো দেখে নিতে পারেন: schedule_charg/banklinks.php

https://technicalalamin.com/excise-duty-rate-2022-%E0%A5%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *