bdris.gov.bd login । জন্ম নিবন্ধনের আবেদন পত্রের অবস্থা জানার উপায় ২০২৪
আপনার জন্ম নিবন্ধন আবেদনের কি অবস্থা তা যাচাই করুন নিজে নিজেই। আপনার জন্ম নিবন্ধন অনলাইনে হয়েছে কিনা তা মোবাইল দিয়েই দেখে নিন।
- জন্ম নিবন্ধন অবস্থা
- জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা
- আবেদন সঠিকভাবে হয়েছে কিনা
- মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
আমরা অনেকেই জানিনা আমাদের জন্ম নিবন্ধন আদৌ কি অবস্থায় আছে। আবেদনকৃত জন্ম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। জন্ম নিবন্ধন সংশোধন হয়েছে কিনা। আসুন দেখে নেই কিভাবে জানা যায় বর্তমানে জন্ম নিবন্ধন কি অবস্থায় আছে। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই তা জানা যায়। Birth Certificate Application Status । আবেদনের বর্তমান অবস্থা চেক করবেন যেভাবে
এজন্য প্রথমেই আপনাকে Chrome ব্রাউজারের সার্চ এ গিয়ে bdris.gov.bd লিখে সার্চ করতে হবে। এখানে আপনি জন্ম নিবন্ধন website টি পেয়ে যাবেন। এই website এ ঢুকেই আপনাকে জন্ম নিবন্ধনের সকল কাজ করতে হবে। এখন আমরা জানবো আমাদের জন্ম নিবন্ধন কোন অবস্থায় রয়েছে। এই website এ ঢুকলে আপনি পাবেন:
#হোম, # জন্ম নিবন্ধন, # মৃত্যু নিবন্ধন, # প্রতিবেদন, # নোটিশবোর্ড, # ব্যবহারকারী সংযোজন
আপনি যেহেতু জন্ম নিবন্ধনের অবস্থা জানতে চাচ্ছেন তাই জন্ম নিবন্ধন এ ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন:
- জন্ম নিবন্ধন আবেদন
- জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
- জন্ম নিবন্ধন সনদ পুন:মুদ্রন
- জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা
- জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
- জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট
- সার্টিফিকেট বাতিলের আবেদন
আপনি জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থায় ক্লিক করুন। এখানে আপনি পাবেন আবেদনের ধরন। আপনি কি আবেদন করেছেন এবং কি দেখতে চান। যেমন: জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুন:মুর্দন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিলের আবেদন, মৃত্যু নিবন্ধন আবেদন, মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট পুন:মুর্দন, মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট বাতিলের আবেদন। জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার নিয়ম ২০২২
আমরা জন্ম নিবন্ধন আবেদনে সিলেক্ট করি। তারপর যে এ্যাপলিকেশন আইডি রয়েছে তা দিতে হবে। আপনি জন্ম নিবন্ধন আবেদনের সময় মোবাইলে এসএমএস এর মাধ্যমেএকটি আইডি নম্বর পেয়েছেন। এখানে সেই আইডি নম্বরটি দিয়ে দিন। এরপর আপনার জন্ম তারিখ দিতে হবে। এখানে বছর, মাস এবং দিন সিলেক্ট করুন। এবার দেখুন এ ক্লিক করলে নিচেই আপনার নাম, পিতার নাম, মাতার নাম দেখাবে এবং আবেদনপত্রের অবস্থা দেখাবে। আবেনপত্রের অবস্থায় যদি Applied লেখা থাকে তবে আপনার আবেদনটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আর যদি আবেদনপত্রের অবস্থায় Register লেখা থাকে তবে আপনার আবেদনের কাজ শেষ হয়েছে। আপনি একটি এসএমএস পাবেন। এসএমএস পেলেই আপনি আপনার আবেদনকৃত জন্ম নিবন্ধনটি আনতে পারবেন।
হাতের লেখা জন্মনিবন্ধ অল্লাইন
জন্ম নিবন্ধন পুন:মুদ্রনের আবেদন করলেই অনলাইন বা কম্পিউটার প্রিন্টিং কপি পাবেন।