Bkash Add Money From Bank Account । ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন
কোনো চার্জ ছাড়াই ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনুন মুহূর্তেই! আপনি ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন মুহূর্তেই। ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করতে হবে এবং তারপর ফান্ড ট্রান্সফার করতে হবে।
এই মুহূর্তে আপনি নিচের ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেনঃ
- www.online-banking.standardchartered.com/login/BD#
- www.citytouch.com.bd:8443/login.html
- www.bkash.com/bn/agrani-bank
- ibanking.bracbank.com/bblonline/
- ibank.mutualtrustbank.com/login/login.aspx
- play.google.com/store/apps/details?id=net.midlandbankbd.mdbmobileapps&hl=en
- mybank.bankasia-bd.com/mybank/logIn.do
- play.google.com/store/apps/details?id=com.sbac&hl=en
- play.google.com/store/apps/details?id=com.justpaybd.app&hl=en
- play.google.com/store/apps/details?id=com.cibl.eblsky&hl=en
- ibanking.siblbd.com/
- www.bkash.com/bn/sonali-bank
- play.google.com/store/apps/details?id=com.fsiblbd.fsiblcloud&hl=en
- nrbcplanet.com/
- play.google.com/store/apps/details?id=com.cibl.cbbl&hl=en
- instapay.southeastbank.com.bd/instapay/
- play.google.com/store/apps/details?id=com.sslwireless.nrbmobapp&hl=en
- ibanking.padmabankbd.com/ibanking/
- retail.modhumotibank.net/
- ibanking.unionbank.com.bd/
- play.google.com/store/apps/details?id=com.cibl.tbl
- connect.shimantobank.com/
- bka.sh/appbnkstrd
- play.google.com/store/apps/details?id=com.gplex.dhakabank&hl=en
- ib.nccbank.com.bd/LoginPage
- ipower.nblbd.com/
- ibank.eximbankbd.com/eximIBank/eximIBank/login/loginForm
- pib.primebank.com.bd/login.html
- www.ificbank.com.bd/
- bka.sh/appbnkibbl
- www.bkash.com/bn/products-services/bank-to-bKash#
- www.bkash.com/bn/products-services/bank-to-bKash#
বিকাশে বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি
মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগ ইন করুন Manage beneficiary অপশনে যান
নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করুন। এবার আপনি বেনিফিশিয়ারি বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
বিকাশে হতে ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি
- আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে Fund Transfer অপশনে যান।
- ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন।
- ট্রান্সফার অপশন হিসেবে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
- বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
- টাকার পরিমাণ ও রেফারেন্স দিন।
- এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি অনুসরণ করে সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।
অ্যাড মানি সার্ভিস ফি
গ্রাহকদের জন্য কোন ফি প্রযোজ্য নয়। নোট: iBanking এর মাধ্যমে এই মুহূর্তে শুধুমাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনসিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটে, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড, সীমান্ত ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক ও প্রাইম ব্যাংক-এর অনলাইন ব্যাংকিং সার্ভিস অথবা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। সোনালী ও অগ্রণী ব্যাংক একাউন্ট হোল্ডাররা সরাসরি বিকাশ অ্যাপ থেকেই লিংকড একাউন্ট সার্ভিস ব্যবহার করে তাদের ব্যাংক ও বিকাশ একাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবে। ব্যাংক একাউন্ট হোল্ডারের ক্ষেত্রে ব্যাংক এর লিমিট প্রযোজ্য হবে।