Bkash to Bank account link Process । ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার নিয়ম ২০২৩
বিকাশ একটি যুগান্তকারী সুলিউশন যার মাধ্যমে লেনদেন হয়েছে আরও সহজ ও কনভিনিয়েন্ট – বিনিময় এখন আরও এক মাত্রা যুক্ত করল– Bkash to Bank account link Process
আপনি ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন মুহূর্তেই। ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিকাশ একাউন্টে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করতে হবে এবং তারপর ফান্ড ট্রান্সফার করতে হবে। এই মুহূর্তে আপনি লিস্টেড ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। লিষ্ট দেখুন।
বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি কি? মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগ ইন করুন। Manage beneficiary অপশনে যান। নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করুন। এবার আপনি বেনিফিশিয়ারি বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ফান্ড ট্রান্সফার করার নিয়ম কি? আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে Fund Transfer অপশনে যান। ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন। ট্রান্সফার অপশন হিসেবে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন। বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন। টাকার পরিমাণ ও রেফারেন্স দিন। এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি অনুসরণ করে সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।
বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন / ব্যাংক হতে বিকাশে টাকা এ্যাডও করতে পারেন।
সার্ভিস ফি বা চার্জ কত? গ্রাহকদের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।
Caption: Follow the instruction mentioned image above
ব্যাংকের সাথে বিকাশ যুক্ত করার নিয়ম ২০২২ । যেভাবে বিকাশ টু ব্যাংক লিংক করবেন
- স্টেপ ১: প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করবেন।
- স্টেপ ২: Add Money অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৩: Bank to bkash অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৪: Bank Account অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৫: Sonali Bank অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৬: একদম নিচে Link Bank Account এ ক্লিক করবেন।
- স্টেপ ৭: Account Number এর নিচের বক্সে আপনার ১৩ সংখ্যার সোনালী ব্যাংকের একাউন্ট নাম্বার লিখে নিচে Proceed অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৮: Account Title এর নিচের বক্সে আপনার নামটি সঠিকভাবে লিখে নিচে Proceed অপশনে ক্লিক করবেন।
- স্টেপ ৯: আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে সেটি বক্সে পুরন করে Submit এ ক্লিক করবেন।
- স্টেপ ১০-: এরপর ব্যাংকের এপ্রুভালের জন্য অপেক্ষা করবেন। কর্ম দিবসে এপ্রুভ হবে। বন্ধের দিন এপ্রুভ হবেনা।
আমার বিকাশে লিংক না হওয়ার কারণ কি?
এপ্রুভালের মেসেজ পেয়ে গেলে ইচ্ছামত(লিমিটের মধ্যে) ব্যাংক থেকে বিকাশে অথবা বিকাশ থেকে ব্যাংকে টাকার লেনদেন করবেন। বিকাশ নাম্বার আর ব্যাংকের একাউন্টের নাম্বার একই হতে হবে। বিকাশের রেজিস্ট্রেশনে ব্যবহৃত এনআইডি নাম্বার এবং ব্যাংকে দেয়া এনআইডি নাম্বার হুবহু একই হতে হবে।
Bkash to Bank Account Money Transfer । বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান