বিসিএস পরীক্ষা পদ্ধতি । BCS পরীক্ষার নিয়মে পরিবর্তন আনছে পিএসসি

BCS পরীক্ষাপদ্ধতে বড় ধরনের পরিবর্তন আনতে চলছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিগত কয়েকটি BCS পরীক্ষার ফলাফল মূল্যায়ন করার পর দেখা গেছে, বিজ্ঞান বিভাগ হতে বেশি প্রশ্ন করা হচ্ছে। যার জন্য বিজ্ঞান বিভাগ হতে পাস করা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বাড়তি সুযোগ পাচ্ছেন।

চাকরিপ্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রস্তুুত করা হবে

ভবিষ্যতে পিএসসির অধীন যত প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলোয় প্রশ্ন করার সময় ‘ভারসাম্য’ রক্ষা করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রস্তুুত করা হবে। যার কারনে কোনো একটি বিভাগ হতে পাস করা চাকরিপ্রার্থীরা বাড়তি সুযোগ পাবেন না। খুব দ্রুতই পরিবর্তিত এ পদ্ধতি ব্যবহার করা হবে। পিএসসি সূত্রের মাধ্যমে এসকল তথ্য জানা গেছে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে আসা প্রার্থীরা ভালো করতে পারেননি

৪০তম BCS পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ হতে পাস করা চাকরিপ্রার্থীরা বাড়তি সুযোগ পেয়েছেন।যার জন্য , প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় বিজ্ঞানের বিভিন্ন বিষয় হতে প্রশ্ন করা হয়। এতে বিজ্ঞান বিভাগ হতে আসা চাকরিপ্রার্থীরা যে পরিমান ভালো করেছেন, তার তুলনায় মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে আসা প্রার্থীরা সে পরিমান/ততটা ভালো করতে পারেননি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতেই প্রশাসন ক্যাডারে ৫০ জন

৪০তম BCS পরীক্ষার পর দেখা গেছে, চিকিৎসক এবং প্রকৌশলীরাই সন্তোষজনক ক্যাডার পাওয়ার দিক হতে এগিয়ে। তাঁরা ১৫টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতেই প্রশাসন ক্যাডারে ৫০ জন চাকরি পেয়েছেন।

অনুসন্ধান কমিটি গঠন করা হয়

এমন একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ হতে পাস করা চাকরিপ্রার্থীরা যেন বাড়তি সুবিধা করতে না পারেন, যার জন্য পরীক্ষার নিয়মে ঐ পরিবর্তন আনতে যাচ্ছে পিএসসি। এটির জন্য আগে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

BCS এ বিজ্ঞান বিভাগ হতে পাস করা শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পেয়েছেন

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ৪০ এবং ৪১তম BCS এ বিজ্ঞান বিভাগ হতে পাস করা শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পেয়েছেন, যা নিয়ে বিভিন্ন পর্যায়ে বেশ সমালোচনা  হয়েছে। তখন পিএসসিতে একটি অনুসন্ধান টিম প্রনয়ণ করা হয়। অনুসন্ধান কমিটি জানিয়েছেন, পরীক্ষায় মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ হতে পাস করা চাকরিপ্রার্থীরা পিছিয়ে রয়েছেন। যার কারনে এখন হতে প্রশ্ন করার ক্ষেত্রে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ উপযুক্ত বিষয়টি দেখা হবে।

পরিবর্তন হতে যাচ্ছে মৌখিক পরীক্ষায়

মৌখিক পরীক্ষায় গতানুগতি নিয়মের বাহিরে গিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করছে পিএসসি। এখানে ২০০ নম্বর বরাদ্দ আছে। যাঁরা লিখিত পরীক্ষায় উর্ত্তীন্ন হন, কেবল মাত্র তাঁরা এ পরীক্ষায় অংশ নেন।

সাম্প্রতিক পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীদের ঢালাওভাবে নম্বর দেওয়ার বিধান আছে। মূলত এখানটাতেই পরিবর্তনটা আসছে।

মৌখিক পরীক্ষা টিমে আছেন পিএসসির এমন এক সদস্য সাথে কথা বল্লে তিনি জানান, ৪১তম বিসিএস হতে মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীর জন্য নানা বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া হবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক–পরিচ্ছদে, মানসিক দক্ষতা, আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের দক্ষতা এসব বিষয়ে ভিন্ন ভিন্ন নম্বরের ঘর থাকবে। সেখানে প্রত্যেক পরীক্ষক ভিন্ন ভাবে প্রার্থীকে নম্বর দেবেন। শেষে সবার নম্বর যোগ করে মৌখিক পরীক্ষার নম্বর নির্দিষ্টকরণ করা হবে। পূর্বের মতো ঢালাওভাবে নম্বর দেওয়া হবে না।

সূত্র: প্রথম আলো 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *