বাংলাদেশ সঞ্চয়পত্র।সঞ্চয়পত্রে ঋণ হ্রাস পেয়েছে সরকারের

সঞ্চয়পত্রের সুদ এবং মূলধন পরিশোধ অনেক বৃদ্ধি পেয়েছে। নানা শর্ত জটিলতার কারণে চাইলেও পূর্বের মতো সঞ্চয়পত্র ক্রয় করার সুযোগ নেই। এ রকম পরিস্থিতিতে সরকারের নতুন ঋণ বৃদ্ধি পেয়েছে  কম হারে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে সঞ্চয় পত্র  থেকে মাত্র ৩৯৩ কোটি টাকা ঋণ পেয়েছে সরকার।পূর্বের অর্থবছরের হিসাব করলে দেখা যায় একই মাসে এর পরিমাণ ছিল ২ হাজার ১০৪ কোটি টাকা। এর মানে একই মাসের তুলনায় নিট বিক্রয় হ্রাস পেয়েছে এক হাজার ৭১১ কোটি টাকা কিংবা ৮১ দশমিক ৩২ শতাংশ।

সব মিলিয়ে বর্তমান অর্থবছরের জুলাই মাস শেষে বেসরকারি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে তিন লক্ষ ৬৪ হাজার ৪০৩ কোটি টাকা। বিশাল পরিমাণ এই সঞ্চয়পত্রের বিপরীতে ক্ষতিপূরণ দিতে হচ্ছে গড়ে ১১ শতাংশের বেশি হারে। যার জন্য সঞ্চয়পত্রের বিক্রয় হ্রাস করতে নানা  বিধিনিষেধ / শর্ত আরোপ করছে সরকার। অনেকে আবার সঞ্চয় পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভাঙিয়ে ফেলছেন। সর্বসাকুল্যে মিলিয়ে নিট বিক্রয় হ্রাস পাচ্ছে। সঞ্চয়পত্র খবর

প্রাপ্ত খবর অনুযায়ী, জুলাই মাসে সর্বমোট ৭ হাজার ১৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রয় হয়েছে। এর বিপরীতে আসল পরিশোধ হয়েছে ৬ হাজার ৬২৫ কোটি টাকা। এতে নিট বিক্রয় দাঁড়িয়েছে ৩৯৩ কোটি টাকায়।

জুলাইয়ে ব্যাংকের মধ্যস্থতায়  নিট ২ হাজার ৪২৭ কোটি টাকা ও সঞ্চয় ব্যুরোর মধ্যস্থতায় ৩৭৭ কোটি টাকার বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তবে ডাকঘরের মধ্যস্থতায় হ্রাস পেয়েছে ২ হাজার ৪১১ কোটি টাকা। যার জন্য  নিট বিক্রয় এ পর্যায়ে নেমে এসেছে।

সূত্র: সমকাল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *