CPA Marketing Bangladesh । CPA মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে আয় করুণ ১-২ লাখ টাকা
অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক গুলো মাধ্যমের মধ্যে CPA মার্কেটিং একটি । চলুন প্রথমেই জেনে নেওয়া যাক CPA মার্কেটিং কি। CPA এর পূর্ণ রূপ হলো Cost Per Action । CPA মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যেখানে কাজের বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন । CPA মার্কেটিং নিয়ে কাজ করতে হলে আপনাকে একটি প্রতিষ্ঠান বা নেটওয়ার্কের মাধ্যমে কাজ খুজে বের করতে হবে । তারপর তাদের দাওয়া কাজ সম্পূর্ণ করতে পারলে আপনি সহজেই আয় করতে পারবেন। এখন আসা যাক কাজ গুলো কি ধরনেরঃ ইমেইল সাবমিট , ফর্ম সাবমিট, রেজিস্ট্রেশন, পিন সাবমিট, ডাউনলোড ইত্যাদি আরো অনেক কাজ রয়েছে ।
CPA মার্কেটিং করতে কি কি লাগে ?
CPA মার্কেটিং করতে হলে আপনার অবশ্যই একটি ইমেইল একাউন্ট এবং সাথে লাগবে ভাল ভিজিটর সম্পূর্ণ সোশ্যাল সেটা হতে পারে ফেইসবুক,ইউটিউব,ইন্সটাগ্রাম,টুইটার,লিঙ্কডিন যেখানে আপনি আপনার CPA লিঙ্ক শেয়ার করতে পারবেন। এরপর সঠিক নেটওয়ার্কের মাধ্যমে পাবলিশার হিসাবে আপনাকে যুক্ত হতে হবে । নেটওয়ার্ক থেকে আপনি যে কাজ গুলো পাবেন এখন আপনার কাজ হবে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যেখানে আপনার ভিউয়ার বেশি সেখানে আপনার কাজের মাধ্যমে তাদের উৎসাহিত করা আর এর জন্য প্রয়োজন ভাল কনটেন্ট, রিভিউ পোষ্ট বানানো। আপনার কাজ শেষ হওয়ার পর কিভাবে টাকা নিবেন সে বিষয়েও আপনাকে অবশ্যই ভালো ধারনা রাখতে হবে যেমন বিদেশি ক্লায়েন্ট থেকে কিভাবে আপনার পেমেন্ট নিবেন সে বিষয়ে জ্ঞান থাকা আব্যশক । বিদেশি ক্লায়েন্ট থেকে পেমেন্ট এর জন্য প্রয়োজন পেপাল আরও এরকম কিছু ।
কাদের জন্য CPA মার্কেটিং করা সহজ ?
ইন্টারনেট এবং ব্রাউজার সম্পর্কে ভাল জ্ঞান যাদের রয়েছে আর যাদের মধ্যে প্রচন্ড ধৈর্য আর লেগে থাকার ইচ্ছাশক্তি আছে তাদের জন্য এই কাজটি একেবারেই সহজ । কারন এ কাজের জন্য আপনাকে অনেকটা সময় ব্যয় করতে হবে যার ফলে অনেকেই হাল ছেড়ে দায়। একটানা কয়েক ঘণ্টা কম্পিউটারের সামনে বসে আপনাকে কাজ করতে হবে তবেই না মিলবে সফলতা ।
কত টাকা পর্যন্ত আয় করা সম্ভব মাসে ?
এই সেক্টরে ইনকাম করার জন্য সবচেয়ে বেশি দরকার দক্ষতা ।আপনি আপনার দক্ষতাকে যত বেশি কাজে লাগাতে পারবেন আপনার ইনকাম দিন দিন তত বেড়ে যাবে । সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজে যুক্ত হতে পারলে আপনার ভাল মানের ইনকাম করা সম্ভব । আপনি আপনার কাজে দক্ষতা দেখাতে পারলে আর সঠিক ভাবে সেটাকে কাজে লাগাতে পারলে মাসে ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কখনও তারও বেশি।আসলে সব কিছুই নির্ভর করে আপনার কাজের উপর ধৈর্য আর লেগে থাকার ইচ্ছাশক্তির উপর ।
CPA মার্কেটিং জন্য নেটওয়ার্ক গুলো কোথায় পাবেন ?
অনলাইনে রয়েছে হাজার হাজার মার্কেটপ্লেস, যেগুলোতে শুধু রেজিশট্রেশন করেই আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন। এরকম কিছু সিপিএ নেটওয়ার্কের নাম –
– এড ফোর ডেট- www.ad4date.com
– সিপিএ লিড- www.cpalead.com
– অ্যাডওয়ার্ক মিডিয়া-www.adworkmedia.com
– সিপিএ গ্রিপ- www.cpagrip.com
পরিশেষে বলা যায় অনলাইনে আপনি কিন্তু রাতারাতি কোন টাকা ইনকাম করতে পারবেন না। এর জন্য আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে । এর পেছনে আপনি যত সময় ব্যয় করবেন, ততই আপনার অভিজ্ঞতা বাড়বে। এবং দক্ষতা বাড়ার সাথে সাথে আপনার ইনকামের পরিমাণ ও বাড়তে থাকবে।
Pingback: Freelancing Success Rate bd 2024 । ফ্রিল্যান্সিং খাতে ব্যর্থতার হার কেমন? - Tricksboss