Excise duty slab 2023 । ১ লক্ষ টাকার উপরে ট্রানজেকশন হলেই ১৫০ টাকা শুল্ক কর্তন
সর্বনিম্ন আবগারি শুল্ক ১৫০ টাকা কর্তন করা হয় এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক ব্যাংক হিসাব হতে কর্তন করা হয় – Excise duty slab 2023
আমার ব্যাংক কি কাটছে? – ব্যাংক গ্রাহকদের অনেকেই ভাবছেন যে, আপনার মোবাইলে যে কোন ট্রানজেকশনের জন্য মেসেজ আসে। আবগারি শুল্ক কাটলে কি মেসেজ আসতো না? না। যে কোন চার্জ কর্তনের ক্ষেত্রে গ্রাহক কোন প্রকার মেসেজ পায় না। তাই আপনার ব্যাংক হিসাব হতে কত টাকা আবগারি শুল্ক কাটা হয়ে তা জানতে ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে।
ব্যাংক স্টেটমেন্ট তুলতে কি টাকা লাগে? হ্যাঁ আপনি ব্যাংক হতে স্টেটমেন্ট নিতে ১১৫ টাকা চার্জ করা হবে। তবে সরকার নির্ধারিত নিয়ম অনুসারে আপনি বছরে দুটি ব্যাংক স্টেটমেন্ট ফ্রি বা কোন প্রকার চার্জ ছাড়াই নিতে পারবেন। এক্ষেত্রে জানুয়ারি টু জুন এবং জুলাই টু ডিসেম্বর মাসের ব্যাংক স্টেটমেন্ট বা হিসাব বিবরণী আপনি বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকারি যে কর বা শুল্ক আরোপ করা হয়, তাকে আবগারি শুল্ক (Excise Duties) বলে। ব্যাংক আবগারি শুল্ক হলো ব্যাংক আমানতের উপর একটি নির্দিষ্ট হারে কর বা শুল্ক আদায়। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে এই আবগারি শুল্ক কাটছাট (নতুন করে নির্ধারণ) করা হয়েছে, যা পহেলা জুলাই ২০১৭ থেকে কার্যকর হয়েছে। আবগারি শুল্ক কী? কেন ধার্য করা হয়।
সব ব্যাংকেই কি আবগারি শুল্ক কর্তন করা হয়? / সব ব্যাংকই আবগারি শুল্ক কর্তন করে
আবগারি শুল্ক ব্যাংকের কোন আয় নয়। এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হয়। সরকারের প্রতিনিধি হয়ে ব্যাংক গ্রাহকদের নিকট হতে অর্থ বছরে একবার ডিসেম্বর মাসে কর্তন করা হয়।
Excise Duty Rate 2022 । বার্ষিক আবগারি শুল্ক কর্তনের হার কত টাকা?
Excise duty slab 2023 । এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আরোপ করা হয়েছে
সর্বোচ্চ টাকার পরিমাণ | আবগাড়ি শুল্কের পরিমাণ |
০ হতে ১,০০,০০০ | ০.০০ টাকা |
১,০০,০০১ হতে ৫,০০,০০০ | ১৫০ টাকা |
৫,০০,০০১ হতে ১০,০০,০০০ | ৫০০ টাকা |
১০,০০,০০১ হতে ১,০০,০০,০০০ | ৩,০০০ টাকা |
১,০০,০০,০০১ হতে ৫,০০,০০,০০০ | ১৫,০০০ টাকা |
৫,০০,০০,০০১ অথবা এর অধিক | ৪০,০০০ টাকা |
১০ লক্ষ টাকা একবার ঢুকে বের হলে কত কাটবে?
আপনার ব্যাংক হিসাবের বার্ষিক মোট ট্রানজেকশনের উপর ভিত্তি করে এ অর্থ কর্তন করা হয়। তাই টাকা একবার ঢুকে বের হলেই আবগারি শুল্ক প্রযোজ্য হইবে। ১০ লক্ষ টাকা ট্রানজেকশন হলেই ৩০০০ টাকা কাটা হবে এবং ৫ কোটি টাকার বেশি ট্রানকেশন হলেই ৪০ হাজার টাকা কাটা হবে। সিডিউল মোতাবেক আপনার বার্ষিক মোট লেনদেনের পরিমাণ এর উপর নির্ভর করে আপনার আবগারি শুল্ক নির্ধারণ করা হয়। আপনি যদি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ১১ লক্ষ টাকার একটি লেনদেন ব্যাংক হিসাবে করে থাকেন তবে আপনার নিকট হতে ৩০০০ টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে।
https://technicalalamin.com/excise-duty-rate-2022-%E0%A5%A4-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/