GP New Recharge Offer 2024 । সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে হবে?
গত ২০২২ সালের জুন মাসে সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করে গ্রামীনফোন কোম্পানি- আবার মূল্য সমন্বয়ের কথা বলে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা করা হয়েছে– GP Minimum Recharge 2024
গ্রামীণফোন সর্বনিম্ন রিচার্জ কত টাকা? গ্রামীনফোন প্রডাক্ট পোর্টফোলিওর মূল্য সমন্বয়ের অংশ হিসেবে, ন্যূনতম রিচার্জের পরিমাণ কমিয়ে ৩০ টাকা করা হয়েছে। তবে ৩০ টাকার কম মূল্যের ১৯ টাকা এবং ২৯ টাকা মিনিটের প্যাক আগের মতোই লঞ্চ করা যাবে। তবে রিচার্জ অর্থাৎ মূল টাকা রিটার্জের ক্ষেত্রে কোন ভাবেই ৩০ টাকার কম রিচার্জ হবে না।
জিপি ২৯ টাকা রিচার্জ অফার বন্ধ হবে? না। ২৯ টাকা মিনিট প্যাক বন্ধ হবে না। সাধারণ রিচার্জের ক্ষেত্রে ৩০ টাকার কম রিচার্জ করা যাবে না। পূর্বে ২৯ টাকা রিচার্জ করলে মূল ব্যালেন্স জমা হলেও এখন আর তা হবে না। সমস্ত প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা এই অফারের জন্য যোগ্য৷ এই অফারটি পেতে, যোগ্য গ্রাহকদের সঠিক ২৯ টাকা রিচার্জ করতে হবে অথবা *121*4405# ডায়াল করতে হবে গ্রাহক ৪০ মিনিট পাবেন (GP-যেকোন স্থানীয় অপারেটর) মিনিটের মেয়াদ হবে কেনার সময় থেকে ২ দিন।
১৯ টাকা রিচার্জ অফার জিপি থাকবে? হ্যাঁ। এই টকটাইম অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ১৯ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*৪৪০২# এবং গ্রাহক ২৪ ঘণ্টা মেয়াদে পাবেন ২৭ মিনিট (জিপি-যেকোনো লোকাল অপারেটর)। জিপি ক্রয়কৃত প্যাকের মিনিট ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে
৩০ টাকার কম রিচার্জ করা যাবে না / মূল ব্যালেন্স পেতে হলে অবশ্যই সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ করতে হবে
Grameenphone Facebook Page Answer: Dear Shishir Kumar Debnath, As part of the price adjustment of our product portfolio, the minimum recharge amount has been reduced to Tk.30. However, the Tk 19 and Tk 29 minute packs worth less than Tk 30 can be launched as before. so Recharge Minimum 30 Taka.
Caption: GP Facebook Page
New Recharge offer 2024 । 1 Poisha/second call rate to any local number + 5 MMS
- Taka 39 Validity 5 days
- Taka 49 Validity 7 days
- Taka 109 Validity 30 days
- Taka 209 Validity 60 days
- Taka 79 Validity 10 days
জিপি রিচার্জ অফারের টার্মস এন্ড কন্ডিশনস কি?
গ্রাহকের প্রধান অ্যাকাউন্টে রিচার্জের পরিমাণ যোগ করা হবে। অফারটি পেতে, গ্রাহককে যথাযথ পরিমাণ রিচার্জ করতে হবে। 48Tk রিচার্জ ভিত্তিক অফার শুধুমাত্র প্রিপেইড (ERS এবং BPO ব্যতীত) গ্রাহকদের জন্য প্রযোজ্য। “যেকোনো স্থানীয় নম্বর” শুধুমাত্র গার্হস্থ্য নেটওয়ার্ক কলগুলিকে বোঝায় (GP-GP, GP-অন্যান্য মোবাইল অপারেটর, GP-PSTN এবং GP-IPTSP) কোনো শর্ট কোড কল বাদ দিয়ে এই বিশেষ কল রেট ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস পরিমাণ এবং জরুরী ব্যালেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাসের পরিমাণ এবং জরুরী ব্যালেন্স প্রথমে ব্যবহার করা হবে এবং তারপর এই বিশেষ কল রেট প্রয়োগ করা হবে। ক্যাম্পেইন চলাকালীন এই অফারটি একাধিকবার নেওয়া যাবে। একাধিক রিচার্জে, উচ্চতর বৈধতা প্রয়োগ করা হবে। বিশেষ কল রেটের মেয়াদ শেষ হওয়ার পর, গ্রাহক তার আগের অফার/প্যাকেজে ফিরে যাবেন। অফারের বৈধতা জানতে ডায়াল করুন *121*1*2# । এই অফারটি Skitto ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। এটি একটি সীমিত সময়ের প্রস্তাব। 10% সম্পূরক শুল্ক (SD) + SD এর 15% ভ্যাট সহ সমস্ত চার্জের জন্য প্রযোজ্য হবে + বেস ট্যারিফের উপর 1% সারচার্জ প্রযোজ্য হইবে।