GPF এবং CPF মুনাফার হার নির্ধারণ 2022-23 । চলতি অর্থ বছরে সর্বোচ্চ ১৩% মুনাফার হার নির্ধারণ

জিপিএফ এবং সিপিএফ মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের, অর্থ বিভাগ। গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাববীর আহমদ স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। চলতি অর্থবছরে জিপিএফ এবং সিপিএফ এর উপর ১৩%  মুনাফার হার নির্ধারণ করে এ আদেশ জারি করেন। জিপিএপ ব্যালেন্স চেক

GPF এবং CPF মুনাফার হার নির্ধারণ 2022-23

জিপিএফ স্লিপ। আগের অর্থ বছর গুলোতে দেখা গেছে যে, মুনাফার হার ১১% এ চলে এসেছে আবার ১৪% মুনাফাও ইতোপূর্বে আদেশ জারি করা হয়েছে। তাই প্রতি অর্থবছরে  যে হার নির্ধারণ করা হবে সেই হার প্রযোজ্য হইবে।GPF । জিপিএফ মুনাফা অথবা সুদের হিসাব।

GPF এবং CPF মুনাফার হার নির্ধারণ 2022-23।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *