সঞ্চয়পত্রের নতুন আপডেট ২০২২ । সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন

সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২২- সঞ্চয়পত্র বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এর কারণ যেকোন ডিপিএস এফডিআর এর চেয়ে সঞ্চয়পত্রের লাভ বেশী। তাই সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় দিন দিন বেড়েই চলেছে। আসুন জেনে নিই এই লাভজনক সঞ্চয়পত্র সম্পর্কে।

  1. সঞ্চয়পত্র কি?
  2. সঞ্চয়পত্র কত প্রকার?
  3. কেন ক্রয় করবেন এই সঞ্চয়পত্র?
  4. কিভাবে, কোথা হতে ক্রয় করবেন সঞ্চয়পত্র?
  5. কিভাবে ভাঙ্গাবেন

আসুন এবার আমরা বিস্তারিত আলোচনা করি। আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই কাজে দেবে। তো কথা না বাড়িয়ে আসুন সঞ্চয়পত্র সম্পর্কে সবকিছু জেনে নেই।

সঞ্চয়পত্র কি?

সঞ্চয়পত্র হলো বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয়ে আগ্রহী করা ও ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে ঝুঁকিবিহিনভাবে অর্থ বিনিয়োগের পথকে সঞ্চয়পত্র বলে।

সঞ্চয়পত্র কত প্রকার?

সঞ্চয়পত্র সাধারণত দুই প্রকার।

  1. বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য
  2. বাংলাদেশের নাগরিক কিন্তু প্রবাসী তাদের জন্য

বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য

  • 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (BSP)
  • 3 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র (3MSP)
  • 5 বছর মেয়াদী 1 মাস অন্তর মুনাফাভিত্তিক পরিবার সঞ্চয়পত্র (FSP)
  • 5 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফাভিত্তিক পেনশনার  সঞ্চয়পত্র (PENSP)

বাংলাদেশের নাগরিক কিন্তু প্রবাসী তাদের জন্য

  • Wage-Earner Development Bond (WEDB)
  • US Dollar Investment Bond (DIB)
  • US Dollar Premium Bond (DPB)

কেন ক্রয় করবেন সঞ্চয়পত্র

সঞ্চয়পত্রের লাভ অন্যান্য যেকোন DPS বা FDR থেকে বেশী। তাই সঞ্চয়পত্র ক্রয় করা অধীক লাভজনক। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি সঞ্চয়পত্র ক্রয় করে আপনার টাকার সঠিক ব্যবহার করতে পারেন। তাছাড়া সঞ্চয়পত্র ক্রয়ে কোন ঝুঁকি নেই। তাই আপনি নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এই সঞ্চয়পত্র।

 কোথা হতে সঞ্চয়পত্র ক্রয় করবেন

  • আপনি চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বা তাদের বিভিন্ন কার্যালয় থেকে ক্রয় করতে পারেন
  • বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যেকোন শাখা হতে ক্রয় করতে পারবেন
  • বাংলাদেশের যেকোন ব্যাংক হতে আপনি চাইলেই সঞ্চয়পত্র কিনতে পারবেন
  • আপনি পোস্ট অফিস থেকেও সঞ্চয়পত্র কিনতে পারবেন

সঞ্চয়পত্র কীভাবে ক্রয় করবেন

আপনাকে সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে প্রথমেই আপনাকে ব্যাংকে একটি একাউন্ট করতে হবে। তারপর আপনি যে পরিমাণ সঞ্চয়পত্র করতে চান তা ঐ ব্যাংকে ডিপোজিট করতে হবে। এবার আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনতে চান সেখান থেকে আপনাকে একটি ফরম দেয়া হবে। আপনি ফরমটি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিন।

একটি বিষয় মনে রাখবেন 18 বছরের নিচে বয়স হলে সঞ্চয়পত্র কিনতে পারবেন না। তবে নমিনী করা যাবে।

কিভাবে ভাঙ্গাবেন

  • এক বছরের আগে সঞ্চয়পত্র ভাঙ্গালে কোন লাভ পাবেন না। এক বছর পার হলে বা মেয়াদ শেষ হওয়ার আগেই সঞ্চয়পত্র ভাঙ্গাতে চাইলে কিছু লাভসহ টাকা পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
  • সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টার মধ্যেই আপনার দেয়া একাউন্ট নাম্বারে লাভসহ পৌছে যাবে। এক্ষেত্রে আপনাকে কোন কিছুই করতে হবেনা।
  • বর্তমাণে নতুন নিয়মে সঞ্চয়পত্রের পরিমাণ যদি 5 লাখের নিচে হয় তাহলে 5% হারে ভ্যাট কাটবে আর যদি সঞ্চয়পত্রের পরিমাণ 5 লাখের উপরে হয় তবে 10% ভ্যাট কাটা হবে।

আমরা আপনাকে সঞ্চয়পত্রের বিভিন্ন তথ্য দিয়েছি। যা সঞ্চয়পত্র ক্রয় করতে আপনাকে সাহায্য করবে। আপনি চাইলে এখন সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে এই লাভজনক খাতে বিনিয়োগ করতেই পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *