IBAS++ A Challan System । তাৎক্ষনিক সরকার কোষাগারে জমা যাচাই করা যায়

সরকারি ফি বা পাওনা ট্রেজারিতে জমা দেওয়ার জন্য চালান নিয়ে দৌড়াদৌড়ির দিন শেষ- অনলাইনে মুহুর্তেই চালানে টাকা জমা দেয়া যায়–IBAS++ A Challan System

এ চালান ইস্ট্যান্ট যাচাই করা যায় কি? সরকারের সকল রাজস্ব ও সেবা ফি বাবদ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০ অর্থবছর হতে “অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম” চালু করা হয়েছে। এ-চালান সিস্টেম একটি ইন্টারনেট/ওয়েব ভিত্তিক (ibas.finance.gov.bd/acs) পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি’র অর্থ সরাসরি সরকারি কোষাগারে (Treasury Single Account -TSA) জমা দিয়ে তাৎক্ষণিকভাবে এ-চালান গ্রহণ করা যায়। এই এ-চালান সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অফিসে জমা দিয়ে কাঙ্খিত সেবা গ্রহণ করা যায়।

এ-চালান যাচাই পদ্ধতি কি? সেবা প্রদানকারী সরকারি অফিস/সেবাপ্রত্যাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান চালান ভেরিফিকেশন সাইটে (103.48.16.132/echalan) গিয়ে তাৎক্ষণিকভাবে চালানের সত্যতা যাচাই করতে পারবে। এ-চালানে জমার মাধ্যম সরকারি ও বেসরকারি মোট ৬১টি তফসিলি ব্যাংকের যে কোন শাখায় জমা দেয়া যায়। সরকারি ও বেসরকারি ২৭টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সাপোর্ট করে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) রকেট/বিকাশ/নগদ/উপায়/টেপ ইত্যাদি ডেবিট/ক্রেডিট (VISA, Mastercard, Amex ও Nexus) কার্ড ব্যবহার করা যায়।

এ-চালানের সুবিধা কি? এ-চালান সিস্টেমে সকল তফসিলি ব্যাংকের (৬১টি) ১১,৬০০ শাখায় ও অনলাইনে এ-চালানে অর্থ জমা দেওয়া যায়। QR code কিংবা BAR code এর মাধ্যমে কিংবা Challan Verification সাইটে গিয়ে তাৎক্ষনিকভাবে চালান যাচাইয়ের সুযোগ রয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক, হিসাবরক্ষণ অফিস এবং সরকারি সংস্থার হিসাবের মধ্যে কোন পার্থক্য ছাড়াই Reconciliation সম্পন্ন হয়। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের তার অংশের জমা Real Time এ দেখার সুযোগ রয়েছে।

ব্যাংকে গিয়ে চালান জমা দিতে লাইনে দাড়িয়ে থাকতে হয় / অনলাইনে মোবাইল ইন্টারনেট ও নগদ বিকাশ ব্যবহার করেই টাকা বা ফি জমা দেওয়া যায়।

এ চালান কি?–সরকারি সেবার ফি অনলাইনে জমা দিতে চালু হয়েছে স্বয়ংক্রিয় চালান সিস্টেম (এ-চালান পদ্ধতি) যা এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দেওয়া যায়। প্রাথমিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে (পাসপোর্ট ফি, ট্যাক্স, ভ্যাট) এ ব্যবস্থা চালু করা হয়েছে। তাই ব্যক্তি আয়কর ম্যানুয়াল চালানের মাধ্যমে এখন আর ব্যাংকগুলো গ্রহন করে না। অনলাইনেই এ চালানে মোবাইল ব্যাংকিং এবং কার্ড ব্যবহার করে পরিশোধ বা ব্যাংক কাউন্টারের মাধ্যমে অনলাইনে পূরণকৃত চালান জমা দেয়া যাবে।

https://ibas.finance.gov.bd/ibas2/portal/detail/achallan

Caption: ibas.finance.gov.bd/ibas2/portal/detail/achallan

এ চালান একটি ডিজিটাল পদ্ধতি । যেখানে আপনি আয়কর ভ্যাটসহ অন্যান্য সেবার ফি বা টাকা জমা দিতে পারবেন।

  1. e-Return NBR
  2. e-TDS, NBR
  3. e-GP
  4. Export
  5. Import
  6. BRTA
  7. IVAS, NBR
  8. Birth Registration
  9. Land Ministry
  10. e-Passport
  11. (LD Taxe-Porcha
  12. e-Namjari)
  13. Police Clearance

এ চালান নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি?

এ-চালানকে সরকারের রাজস্ব ও সেবা ফি আহরণের একক প্লাটফর্ম হিসাবে উন্নয়ন করা হবে। সরকারের সকল ধরনের রাজস্ব ও সেবা ফি এ-চালানের মাধ্যমে জমা করা হবে।  ঋণ ও অন্যান্য প্রাপ্তি এ-চালান সিস্টেম ব্যবহার করে সরকারের কোষাগারে জমা দেওয়া যাবে। এ-চালান সিস্টেমের মাধ্যমে ১,২৫,২০০ কোটি টাকা (অর্থ বছর ২০২২-২৩) সংগ্রহ করা হয়। অর্থ বছর ২০২২-২৩ এর রাজস্বের সর্বমোট ৩৫% আদায় করার জন্য এ চালান ব্যবহার করা হয়েছে।

https://bdservicerules.info/%e0%a6%8f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%bf/

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

One thought on “IBAS++ A Challan System । তাৎক্ষনিক সরকার কোষাগারে জমা যাচাই করা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *