ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ লাইভ 2022 । এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত – পাকিস্তান
এবারের এশিয়া কাপের ফরম্যাট প্রস্তুুত হওয়ার পর পরই সম্ভাবনা ছিলো অন্তত:পক্ষে দুইবার ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখবে হাজার ও ক্রিকেট ভক্তরা। অবশেষে সেই জল্পনা-কল্পনা সত্যি করে আগামী কাল রোববার (৪ সেপ্টেম্বর) আবারও এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল লড়াই করার জন্য মাঠে নামতে যাচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের এই হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সেরা দুই দল ফাইনালে অংশগ্রহণ করবে
এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে হংকংকে দেখার পর পরই উপমাহদেশের এই দুই পরাশক্তির একাধিকবার ক্রিকেট মাঠে লড়াই হওয়ার সম্ভাবনা বেশ জোরালোভাবে দেখা দেয়। দুই গ্রুপ হতে দুটি করে যে চারটি দল সুপার ফোরে যাবে তাদের আবার প্রত্যকের মধ্যে একটি করে খেলা হবে সেখান হতে সেরা দুই দল এশিয়া কাপের ফাইনালে অংশগ্রহণ করবে। এমন পদ্ধতি জানার পর আশায় বুক বেঁধে ছিলো ভারত-পাকিস্তানের একাধিক ম্যাচ দেখার জন্য। তাছাড়া হংকং যে ভারত অথবা পাকিস্তান কাউকে হারিয়ে সুপার ফোরে যাবে এমনটি হয়তো চিন্তাও করেনি কেউ। অবশেষে ক্রিকেটপ্রেমীদের মনের আশা পূর্ণ হয়েছে। খেলা দেখতে এখানে ক্লিক করুন
ফাইনালেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা
সকল জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে উপমাহদেশের এই দুই ক্রিকেট সুপার পাওয়ার ভারত-পাকিস্তান পৌছাইছে সুপার ফোরে। নিজেদের মধ্যে এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলেবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। খেলা দেখুন মাইজিপি আ্যাপ এ।
বাবর-রিজওয়ানদের হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে
এদিকে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে উত্তেজনাকর ম্যাচে মাঠের লড়ায়ে জিতেছিলো রোহিত শর্মার দল ভারত। এখন আবার বাবর-রিজওয়ানদের সামনে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে। তাদের সামনে চমৎকার একটি সুযোগও রয়েছে। প্রথম ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা হাঁটুর চোটের কারনে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন, দলের বড় আস্থাভাজন একজনকে হারিয়ে কিছুটা হলেও সংকুচিত হয়েছে ভারতের শক্তি।
এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হংকংকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে ১৫৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে সুপার ফোর নিশ্চিত করেছে বাবর আজমের দল। প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হলেও পরের ম্যাচে বড় ব্যবধানে সুপার ফোর নিশ্চিত করায় আত্মবিশ্বাস ফিরে পাওয়ারই কথা পাক ক্রিকেটারদের।
অপেক্ষায় থাকবে হাজারো ক্রিকেটপ্রেমীরা
আগামীকাল (রোববার) ম্যাচে ভরতের বিপক্ষে বাবর আজমের দল ঘুরে দাঁড়াতে পারে নাকি প্রথম ম্যাচের মতো রোহিত শর্মার দলই শেষ হাসিটা হাসে এখন সে অপেক্ষায় থাকবে হাজারো ক্রিকেটপ্রেমীরা।
অনলাইনে এশিয়া কাপ খেলা দেখার উপায়
অনলাইনেই আপনি এশিয়া কাপ টি২০ খেলা দেখতে পারবেন –ক্রিকেট খেলা লাইভ ভিডিও – মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। আ্যপগুলো হলো র্যাবিটহোলবিডি এবং মাইজিপি অ্যাপ এছাড়াও টফি অ্যাপে খেলাগুলো দেখা যাবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
- বাবর আজম (অধিনায়ক),
- মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক),
- ফখর জামান,
- খুশদিল শাহ,
- হায়দার আলি,
- আসিফ আলি,
- শাদাব খান,
- মোহম্মদ নওয়াজ,
- হারিস রউফ,
- নাসিম শাহ,
- মোহাম্মদ হাসনাইন/দাহানি
ভারতের সম্ভাব্য একাদশ
- রোহিত শর্মা (অধিনায়ক),
- কেএল রাহুল,
- বিরাট কোহলি,
- সূর্যকুমার যাদব,
- ঋষভ পন্ত (উইকেটরক্ষক),
- হার্দিক পান্ডিয়া,
- আবেশ খান,
- দিনেশ কার্তিক,
- ভুবনেশ্বর কুমার,
- যুজবেন্দ্র চাহাল,
- আর্শদীপ সিং।
সূত্র: ইত্তেফাক