জমি-জমা সংক্রান্ত

Land gov bd । জমির নামজারি বা খারিজ আবেদনের নিয়ম 2022

জমির নামজারি বা খারিজ আবেদন করবেন কিভাবে- অনলাইনে জমির খারিজ আবেদন – জমির নামজারি বা খারিজ আবেদনের নিয়ম 2022

আপনি যদি কোন জমির মালিক হয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই জমিটির খারিজ করতে হবে। এই খারিজ বা নামজারি আপনার সম্পত্তির একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। জমির ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও এই খারিজ অত্যাবশ্যক। আজকে আমরা জমির নামজারি বা খারিজ আবেদন কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করবোঃ

সূচিপত্রঃ

  1. ঘরে বসে মোবাইলে জমির নামজারি বা খারিজ আবেদন
  2. অনলাইনে জমির খারিজ আবেদন
  3. নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে
  4. জমির নামজারি বা খারিজ করার নিয়ম
  5. নামজারি আবেদন ফি কত

বর্তমানে আমরা ঘরে বসেই অনলাইনে জমির নামজারি বা খারিজ আবেদন করতে পারি। এজন্য আপনাকে ভূমি মন্ত্রণালয়ের https://land.gov.bd এই ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে। এই ওয়েব সাইটের প্রবেশ করলে বাম পাশে আপনি পাবেন:

  • নাগরিক কর্নার
  • অফিস কর্নার

আমরা নাগরিক কর্নারে ক্লিক করবো। এখন আমরা অনেকগুলো অপসন দেখতে পাচ্ছি। যেমনঃ

  • ই-নামজারি
  • ভূমি উন্নয়ন কর
  • নামজারি খতিয়ান
  • ডিজিটাল ল্যান্ড রেকর্ড
  • আর এস খতিয়ান
  • মৌজা ম্যাপ
  • রেন্ট সার্টিফিকেট মামলা
  • বাজেট ব্যাবস্থাপনা
  • অনলাইন রিভিউ মামলা
  • মিস মামলা
  • অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা
  • উত্তরাধিকার অংশ
  • ই-বুক অ্যাপ
  • হাতের মুঠোয় ভূমিসেবা অ্যাপ
  • হটলাইন নম্বর (16122)
  • খতিয়ানের করণিক ভুল সংশোধন
  • ভূমি উন্নয়নের কর নির্ধারণীর আপত্তি নিষ্পত্তি
  • সরকারী জলমহাল ইজারা প্রদান ব্যবস্থাপনা
  • আদিবাসীদের জমি হস্তান্তরের অনুমতি প্রদান
  • জমির অখন্ডতার সনদের জন্য আবেদন নিষ্পত্তিকরণ
  • করাতকল স্থাপনের জন্য জমির মালিকানার প্রত্যায়নপত্র
  • রিভিউ মামলা ব্যবস্থাপনা
  • উত্তরাধিকার সনদের আবেদন
  • অনলাইন শুনানী
  • ভূমি তথ্য ব্যাংক
  • মানব সম্পদ ব্যাবস্থাপনা

এবার আমরা নামজারি আবেদন করার জন্য https://mutation.land.gov.bd এই সাইটটিতে প্রবেশ করবো। এখানে অনলাইনে আবেদন করুন লেখার নিচে দেখবেন রয়েছে নামজারি আবেদনের জন্য ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ভূমি মন্ত্রণালয়ের একটি নির্দেশনা লেখা রয়েছে- ১৪/০৩/২০২২ ইং তারিখের প্রকাশিত পরিপত্র অনুযায়ী নামজারি আবেদন ফি ৭০/- (সত্তর টাকা) শুধুমাত্র অনলাইনে (বিকাশ ,রকেট, নগদ) ইত্যাদির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ১ একর জমি কত শতক । ভূমি পরিমাপ ২০২২

এখন আমরা আবেদন ফরমটি পূরণ করবো

আবেদনপত্রটি ধাপে ধাপে পূরণ করতে হবে। যেমনঃ প্রথমেই আবেদিত জমির তথ্য দিতে হবে। আপনি যে জমির নামজারি করতে চান ঐ জমির তথ্যগুলো দিতে হবে।

  • আবেদিত জমির তথ্যঃ

বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, আর এস/বি এস, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ, খতিয়ানে আবেদিত জমির মোট পরিমাণ, দলিল মামলা নং, তারিখ, সাব রেজিস্টার অফিসের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে।

  • সর্বশেষ খারিজ খতিয়ান (প্রযোজ্য ক্ষেত্রে)

আর এস/বি এস, খতিয়ান নং, দাগ নং, জমির পরিমাণ (একর বা শতক) উল্লেখ করতে হবে।

  • রেকর্ডীয় মালিকের নাম বা ঠিকানা

মালিকের নাম এবং মালিকের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।

  • আবেদনকারীর তথ্যঃ

এক্ষেত্রে আবেদনকারীর নাম, আবেদনকারীর স্বামী বা পিতার নাম, আবেদনকারীর পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নং বা জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

যাদের নাম হতে কর্তন হবে/২য় পক্ষের (বিবাদি) নাম ও পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে হবে। জমির নামজরি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে নামজারি বা খারিজ করতে যেসকল কাগজপত্র লাগবেঃ

  1. মালিকানা দলিল
  2. সর্বশেষ খতিয়ান
  3. সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান
  4. খাজনার দাখিলা 
  5. ওয়ারিশ সনদ
  6. আদালতের রায় বা ডিগ্রি
  7. ছবি
  8. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ
  9. ২০ টাকা মূল্যের কোর্ট ফি

অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে।আর এই ফাইলগুলো jpg/pdf/png ফরমেটে হতে হবে। অন্য কোন ফরমেট হলে ফাইলগুলো আপলোড করা যাবেনা।

স্ক্যান ফাইলের সাইজ অবশ্যই ২৫ মেগাবাইটের মধ্যে হতে হবে। অন্যথায় আপলোড করা যাবেনা। স্ক্যান ফাইলটি আপলোড হওয়ার পর তা কি ধরনের ফাইল (দলিল/খতিয়ান/ওয়ারিশ সনদ) তা ড্রপডাউন হতে সিলেক্ট করে দিতে হবে ।

সকল কাগজপত্র ও তথ্য দাখিল করা হয়ে গেলে একদম নিচে দাখিল লেখাতে ক্লিক করুন। আর এভাবেই আমরা জমির নামজারি বা খারিজ আবেদন করতে পারি। আশা করি বিষয়টি আপনার বুঝতে পেরেছেন। এভাবেই অনলাইনে খুব সহজেই নামজারি আবেদন করা যায়।

ই নামজারি করার নিয়ম ২০২৩ । ভূমির ই-নামজারি করার জন্য ব্যবহার নির্দেশিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *