NCTB বোর্ড বই ২০২৩ PDF Download । ১ম শ্রেণী হতে ১২তম শ্রেণী পর্যন্ত NTCB পাঠ্য বই সংগ্রহ করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড হার্ড কপির পাশাপাশি অনলাইন কপিও প্রকাশ করেছে – অনলাইন কপি ডাউনলোড করে ট্যাব বা প্রজেক্টর স্ক্রিনে পাঠ করা যাবে – NCTB বোর্ড বই ২০২৩ PDF Download

NCTB –একটি দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও উন্নতিতে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা অপরিসীম। একজন শিক্ষার্থীর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য পাঠ্যপুস্তক তার মনের চিন্তাধারাকে সুগঠিত করে এবং সেইসাথে তার মনকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে ধারণ করে পাঠ্যপুস্তক। সমগ্র পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের সর্বাধিক পরিচিত মাধ্যম পাঠ্যপুস্তক। আজও তা যেমন আছে আগামী দিনেও তেমনি থাকবে।

বাংলাদেশের শিক্ষার সাথে সংশ্লিষ্ট অন্যতম বৃহৎ জাতীয় প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড । দেশের শিক্ষাব্যবস্থায় ও শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য। ইংরেজ আমলে অবিভক্ত বাংলাদেশে যেরূপ টেকস্টবুক কমিটি ছিল অনুরূপভাবে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাঠ্যপুস্তক তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে “পূর্ববঙ্গ স্কুল টেকস্টবুক কমিটি” গঠিত হয়। আটত্রিশ সদস্য বিশিষ্ট যে কমিটি গঠিত হয় পদাধিকার বলে জনশিক্ষা পরিচালক ছিলেন এর সভাপতি। এই কমিটির কাজ ছিল প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের পাঠ্যপুস্তকের অনুমোদন প্রদান করা। পাঠ্যপুস্তক নির্বাচন ও অনুমোদন প্রদানের ক্ষেত্রে টেকস্টবুক কমিটি অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এজন্য স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক যুগোপযোগী প্রণয়নের প্রয়োজনীয়তা সরকার গভীরভাবে উপলব্ধি করে।

এ প্রেক্ষিতে ১৯৫৪ সালের সেপ্টেম্বর মাসে টেকস্টবুক আইন পাশ হয় এবং সে আইনের বিধি অনুযায়ী “স্কুল টেকস্টবুক বোর্ড” নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠিত হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য গঠিত কমিটির একজন সভাপতি যিনি উচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা এবং চারজন সদস্য যথাক্রমে (১) জনশিক্ষা পরিচালক (২) পূর্ববঙ্গ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সভাপতি (৩) একজন বেসরকারি ব্যক্তি এবং (৪) একজন সার্বক্ষণিক কর্মকর্তা, যিনি হবেন কমিটির সদস্য-সচিব। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের সকল বিষয়ের পাঠ্যপুস্তক প্রস্তুত ও বিতরণ ছিল এই প্রতিষ্ঠানের কাজ। পরবর্তী সময়ে ১৯৫৬, ১৯৬১ এবং ১৯৬৩ সালে এই প্রতিষ্ঠান পুনর্গঠিত হয়।

নতুন বছর মানেই নতুন বই / বছর শেষে নতুন শ্রেণীতে জানুয়ারিতে বইয়ের উৎসব শুরু হয়।

১ লা জানুয়ারি ২০২৩ বই উৎসবে হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে।

NCTB বোর্ড বই ২০২৩ PDF Download । ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত NTCB পাঠ্য বই সংগ্রহ করুন

Caption: Credit of Photo

www.nctb.gov.bd class 1-12 । লিংকে ক্লিক করে ১ম শ্রেণী হতে ১২তম শ্রেণী পর্যন্ত NTCB পাঠ্য বই সংগ্রহ করা যাবে

  1. প্রাক-প্রাথমিক শিক্ষা
  2. প্রথম শ্রেণি
  3. দ্বিতীয় শ্রেণি
  4. তৃতীয় শ্রেণি
  5. চতুর্থ শ্রেণি
  6. পঞ্চম শ্রেণি
  7. ষষ্ঠ শ্রেণি
  8. সপ্তম শ্রেণি
  9. অষ্টম শ্রেণি
  10. নবম-দশম শ্রেণি
  11. একাদশ- দ্বাদশ শ্রেণি 

মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের বই কোথায় পাওয়া যাবে?

এখানেই পাওয়া যাবে। নিচের লিংকগুলো থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন –বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যান। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৪ টি উইং যথাক্রমে শিক্ষাক্রম, প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও অর্থ যা সরকার কর্তৃক নিযুক্ত ৪ জন সদস্য দ্বারা পরিচালিত হয়। তাছাড়া একজন সচিব বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনিক ও বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করেন। ঘঈঞই’র মোট জনবলের সংখ্যা ৩১১ জন এর মধ্যে ১ম শ্রেণির মোট পদ ৭৭টি, ২য় শ্রেণির মোট পদ ২৯টি, ৩য় শ্রেণির মোট পদ ১০৯টি ও চতুর্থ শ্রেণির ৫৯ জনসহ মোট ১৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাছাড়া সেসিপ প্রকল্পের ২০ জন কারিকুলাম বিশেষজ্ঞ ও প্রাইমারি শিক্ষা উন্নয়ন প্রকল্পের (PEDP-4) ৩ জন কর্মকর্তা সংযুক্ত হিসেবে কাজ করছেন। ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮’ অনুযায়ী সাংগঠনিক কাঠামো পুর্নগঠিত হলে নতুন ৪ টি উইং (কারিগরি, মাদ্রাসা, প্রশিক্ষণ ও গবেষণা) ও জনবল সংযুক্ত করা হবে।

২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক

প্রাকপ্রাথমিক স্তর প্রাথমিক স্তর ইবতেদায়ি স্তর
প্রাক-প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণি প্রথম শ্রেণি
দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি
মাল্টিলিঙ্গুয়েল এডুকেশন তৃতীয় শ্রেণি তৃতীয় শ্রেণি
চাকমা চতুর্থ শ্রেণি চতুর্থ শ্রেণি
মারমা পঞ্চম শ্রেণি পঞ্চম শ্রেণি
গারো মাল্টিলিঙ্গুয়েল এডুকেশন
সাদরি প্রথম শ্রেণি
ত্রিপুরা দ্বিতীয় শ্রেণি
তৃতীয় শ্রেণি

২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *