সর্বশেষ নিউজ

New Payment Gateway Walletmix.com । নতুন পেমেন্ট গেইটওয়ে ওয়ালেটমিক্স অনুমোদন

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ওয়ালেটমিক্স লিমিটেড’-কে, অত্র বিভাগের পিএসডি/এডিসিএন্ড এল(ওয়ালেটমিক্স)/৩০/২০২২-৩০৮ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে মার্চেন্ট এগ্রিগেটর সেবা প্রদানের জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

পেমেন্ট সিস্টেস ডিপার্টমেন্ট

পিএসডি সার্কুলার নং-০৩ তারিখঃ – ০২ ফেব্রুয়ারি, ২০২২

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, মােবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রােভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রােভাইডর

পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে ওয়ালেটমিক্স লিমিটেড-কে লাইসেন্স প্রদান প্রসঙ্গে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার আওতায় জারিকৃত “Bangladesh Payment and Settlement Systems Regulations-2014” অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ওয়ালেটমিক্স লিমিটেড’-কে, অত্র বিভাগের পিএসডি/এডিসিএন্ড এল(ওয়ালেটমিক্স)/৩০/২০২২-৩০৮ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে মার্চেন্ট এগ্রিগেটর সেবা প্রদানের জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

আপনাদের বিশ্বস্ত,

(মােঃ মেজবাউল হক)

মহাব্যবস্থাপক

ফোন-৯৫৩০১৭৪

New Payment Gateway Walletmix.com । নতুন পেমেন্ট গেইটওয়ে ওয়ালেটমিক্স অনুমোদন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *