বেসরকারি শিক্ষক অবসর ভাতা সর্বশেষ খবর ২০২২। ভাতা বিষয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ২০১৫ সাল হতে প্রায় দ্বিগুণ হওয়ায় অবসরোত্তর ভাতা প্রদানের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পায়। সাম্প্রতিক সরকারের সময়ে ২০০১-২০২২ সালের জুলাই পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদেরকে ৬ হাজার ৬১ কোটি টাকা অবসরোত্তর সুবিধা দেওয়া হয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী কল্যাণ ট্রাস্টকে যথাক্রমে ৮২২ কোটি এবং ৩৬০ কোটি টাকা সমসাময়িক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে জাপা সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের উত্তরে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পূর্বে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন আরম্ভ হলে প্রশ্নোত্তর টেবিলে সংগৃহীত হয়।

৩২ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন নিষ্পত্তির অপেক্ষেয় মান

প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক ৩২ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন নিষ্পত্তির অপেক্ষেয় মান রয়েছে। এটা মীমাংসা করতে তিন হাজার কোটি টাকার প্রয়োজন। এসব আবেদন ধাপে ধাপে  মীমাংসা করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।

দ্রুত পেনশন পেতে আইন সংস্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পেনশনের অর্থ জরুরি ভিত্তিতে প্রদানের জন্য সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ বিধি, ২০২০ গঠন করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুততার সাথে নিয়মিত ভাবে পেনশন, গ্রাচ্যুইটি বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেওয়া হচ্ছে। নতুন জাতীয়করণকৃত সকল শিক্ষক নির্দিষ্ট  সময়ের মধ্যে (জাতীয়করণের তিন বছরের মধ্যে) প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারেননি তাদের দ্রুত পেনশন পেতে আইন সংস্কার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *