Sonali Bank Visa Card to Bkash Add Money Charge । বিকাশে টাকা এড মানি করলে ১১.৫০ চার্জ কাটে
ভিসা কার্ড হতে আপনি বিকাশে এ্যাড মানি করলেই প্রতি ট্রানজেকশনে আপনাকে ১১.৫০ পয়সা ভ্যাট সহ চার্জ গুণতে হবে – Sonali Bank Visa Card to Bkash Add Money Charge 2022
সব ভিসা কার্ড হতেই কি এড মানিতে চার্জ করে?– হ্যাঁ, সাধারণত সব ভিসা কার্ড হতে এড মানি করলেই চার্জ করে। তবে আইএফআইসি ভিসা কার্ড হতে এডমানিতে কোন চার্জ নাই। তবে কিউ ক্যাশযুক্ত অ্যাপ ব্যবহার করে কার্ড হতে অ্যাড মানি করলে কোন চার্জ কর্তন করা হয় না।
বিকাশ এ্যাড মানি অফার ২০২২ । কার্ড থেকে বিকাশ-এ অ্যাড মানি করে পেয়ে যান ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক! হ্যাঁ, Mastercard কিংবা Visa ডেবিট কার্ড থেকে নিজের বা অন্যের বিকাশ একাউন্টে অ্যাড মানি করুন ফ্রি! সাথে প্রতিবার ৪,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ৫০০ টাকা পর্যন্ত। তাই, যেকোনো প্রয়োজনীয় লেনদেন বিকাশ করার আগে একাউন্টে কোন খরচ ছাড়াই অ্যাড মানি করে রাখুন এবং ক্যাশব্যাক উপভোগ করুন।
ফ্রিতে বিকাশে অ্যাড মানি করা যায় কি? হ্যাঁ যায়। হতে সেক্ষেত্রে কার্ড ব্যবহার করা যাবে না। আপনাকে অ্যাড মানি করতে হবে ব্যাংক টু বিকাশ। এজন্য আপনার সোনালী ব্যাংক একাউন্ট বা অন্য ব্যাংক একাউন্ট বিকাশের সাথে লিংক করে নিতে হবে। এতে করে আপনি ১% ব্যয়ে অর্থ ব্যাংকে প্রেরণ করতে পারবেন এবং ফ্রিতে ব্যাংক হতে বিকাশে টাকা আনতে পারবেন।
আপনি ৫০ টাকা কার্ড টু বিকাশ এ্যাড মানি করলেও ১১.৫০ পয়সা কাটবে / Sonali e wallet হতে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন।
নিচের চিত্রের মতো করে স্টেটমেন্ট দেখতে হলে আপনার মোবাইলে সোনালী ই ওয়ালেট ইনস্টল করা থাকতে হবে।
Caption: Source of Information
ভিসা কার্ড এটিএম ব্যবহারে চার্জ । সোনালী ভিসা কার্ড এড টু বিকাশ করলেও POS হিসাবে চার্জ করে।
- সোনালী ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন সম্পূর্ণ ফ্রি।
- Q-Cash ATM থেকে উত্তোলন ১০ টাকা + ১৫% ভ্যাট।
- NPSB ATM এর জন্য ১৫ টাকা + ১৫%ভ্যাট।
- VISA ATM এর জন্য ৪৫ টাকা + ১৫% ভ্যাট।
- POS ট্রানজেকশন সম্পূর্ণ ফ্রি।
এটিএম থেকে টাকা উত্তোলন লিমিট কত?
ATM বুথ থেকে সোনালী ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে প্রতিবার ২০ হাজার টাকা উত্তোলন করা যাবে, এর বেশি নয়। তবে প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবে গ্রাহক।