ভ্যাট ও ট্যাক্স

Tips for doing your taxes । TIN থাকলেই রিটার্ণ দাখিল করতে হবে

৩ লক্ষ টাকার বেশি আয় না হলেও রিটার্ণ দাখিল করতে হবে-সরকারি কর্মচারীর বেতন ১৬০০০ টাকা ক্রস করলেই রিটার্ণ দাখিল করতে হবে – Tips for doing your taxes 2022

আয়কর দাখিল করতে হবে –আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধন থাকা ব্যক্তিকে রিটার্ণ দাখিল করতে হবে। কোনো বণিক বা শিল্পবিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্যপদ থাকলে রিটার্ণ দাখিল করা আবশ্যক। কোনো পৌরসভা, সিটি করপোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থীকে অবশ্যই রিটার্ণ দাখিল করতে হবে। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণকারীকেও প্রতি বছর রিটার্ণ দাখিল করতে হবে। কোনো কোম্পানির বা কোনো গ্রুপ অব কোম্পানিজের পরিচালনা পর্ষদে থাকাকালীন রিটার্ণ দাখিল করতে হবে।

যাঁদের করযোগ্য আয় রয়েছে তাদের রিটার্ণ দাখিল করতে হবে। কোন নাগরিক বা  কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৩,০০,০০০ টাকার বেশি হয় তবে তাকে ন্যূনতম আয়কর সহ রিটার্ণ দাখিল করতে হবে। তবে ৩ লক্ষ টাকা নিচের আয়ের ক্ষেত্রেও যদি আপনি টিআইএন করে থাকেন তবে রিটার্ণ দাখিল করতে হবে কিন্তু কোন আয়কর পরিশোধ করতে হবে না।তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ করদাতার আয় যদি বছরে ৩,৫০,০০০ টাকার বেশি হয় তবে তাদেরও রিটার্ণ দাখিল করতে হবে এবং ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,৭৫,০০০ টাকার বেশি হয় তবে তাদেরও রিটার্ণ দাখিল করতে হবে। প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,৫০,০০০ টাকার বেশি হয় তবে ট্যাক্সসহ রিটার্ণ দাখিল করতে হবে।

আপনি মোটরগাড়ির মালিক? মোটরযান, স্থান, আবাসন বা অন্য কোনো সম্পদের মাধ্যমে কোনো অংশভাগী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী হলেও রিটার্ণ দাখিল করতে হবে। লাইসেন্সধারী অস্ত্রের মালিকে রিটার্ণ দাখিল করতে হবে তা তার আয় যাই হোক না কেন। সঞ্চয়পত্র ক্রয়ে মোট বিনিয়োগ দুই লাখ টাকা অতিক্রম করলে রিটার্ণ দাখিল করতে হবে তবে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ণ দাখিল রশিদ ব্যতিত সঞ্চয়পত্র ক্রয় করা যায়। দুই লাখ টাকার অধিক পোস্টাল সঞ্চয় হিসাব খুলতে এবং সমবায় সমিতির রেজিস্ট্রেশনে রিটার্ণ দাখিল রশিদ প্রদর্শন করতে হবে।

জরিমানা এড়াতে অবশ্যই ৩০ নভেম্বরের পূর্বেই রিটার্ণ দাখিল করুন / বিনিয়োগে ২০% রেয়াত হারাতে না চাইলে সময়ের পূর্বেই রিটার্ণ দাখিল করুন।

প্রতিবছরই নির্ধারিত সময় রিটার্ণ দাখিল করতে হবে অন্যথায় জরিমানা গুনতে হবে।

Caption: Submit your tax within deadline

প্রথমে জানুন টিআইএন করেছেন কি? যদি করে থাকে এবং করে না থাকলে টিআইএন তৈরি করে যাঁদের আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে

  1. যিনি ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন অথবা অনলাইনে ইটিআইএন তৈরি করেছেন তা কৌতুহল বশত বা প্রয়োজেনই হোক না কেন।
  2. যদি আয় বছরে করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করে। করসীমা বলতে ৩ লক্ষ টাকা আয় অতিক্রম করলেই তা সে যে প্রকারের আয়ই হোক না কেন?
  3. আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
  4. কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার এমপ্লয়ি হন এবং  কোনো ফার্মের অংশীদার হন এবং সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যেকোনো সময় ১৬,০০০ টাকা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করে থাকেন। তবে রিটার্ণ দাখিল করতে হবে।
  5. কোনো ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে (যে নামেই অভিহিত হোক না কেন) বেতনভোগী কর্মী হন এবং আয় বছরে করদাতার আয়কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে এবং মোটর গাড়ির মালিকানা থাকা (মোটর গাড়ি বলতে জিপ বা মাইক্রোবাসকেও বোঝাবে)।
  6. মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ থাকা অথবা  কোনো সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা অথবা চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধন থাকা এমন ব্যক্তিকে রিটার্ণ দাখিল করতে হবে।

তাহলে কাদের রিটার্ণ দাখিল করতে হবে না?

টিআইএন আছে এমন সবাইকেই রিটার্ণ দাখিল করতে হবে তবে তবে মাত্র তিনটি ক্যাটাগরির ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে না। ১। বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে রিটার্ণ দাখিল করতে হবে না। ২। জমি বিক্রয়ের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন, কিন্তু করযোগ্য আয় নেই তাদেরও রিটার্ণ দাখিল করতে হবে না। এবং ৩। ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন, কিন্তু করযোগ্য আয় নেই তাদেরও রিটার্ণ দাখিল করতে হবে না।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *