ট্রিকস এন্ড টিপস

Whatsapp নিয়ে এলো নতুন ফিচার ২০২৩ । Delete for Everyone instead of Me

WhatsApp Encrypted application – Your privacy is safe here to chat or voice to anyone over internet – New Feature for whatsapp New Version

নতুন কি? – Whatsapp এ ভুল করে কোন মেসেজ চলে গেলে অনেক সময়ে ‘delete for everyone’ না দিয়ে ‘delete for me’ অপশনে আমাদের চাপ পড়ে যায়। এই সমস্যার সমাধান করতেই whatsapp নিয়ে এলো নতুন ফিচার। নতুন এই ফিচারটির নাম ‘Accidental Delete’, এই ফিচারটি একটি 5 second window নিয়ে আসে যা ইউজারকে মেসেজ ডিলেট করার একশনটিকে reverse করে এবং মেসেজটিকে সবার জন্যই delete করে দেয়। এটি individual 3 group chat দু’জায়গায়ই করা যাবে। undo দিয়ে আপনি একশন বাতিল করতে পারবেন।

আপনি দ্রুত গ্রুপে বা ব্যক্তিগত মেসেজিং এ টাইপিং এ ভুল করতেই পারেন। এসব ভুল তথ্য ধুম করে প্রেরণ করার পর যাতে সেটি ডিলিট করতে পারেন যাতে ওপারে থাকা ব্যক্তি তথ্যটি দেখতে না পারে সেজন্য এ অপশন রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ মুলত ইউজার ফ্রেন্ডলি করার জন্যই এমনটি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ শুধু ব্যক্তিগত বা চ্যাটিং কাজে নয় এখন সরকারি বেসরকারি বিভিন্ন অফিসেও এটি ব্যবহৃত হয়ে থাকে। তাই কর্তা ব্যক্তির কাছে প্রেরিত তথ্যে কোন ভুল থাকলে মুহুর্তেই যেন ডিলিট করা যায় অথবা ডিলিট করার তথ্য আনডু করে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা হোয়াটসঅ্যাপে রাখা হয়েছে।

Whatsapp জানিয়েছে, নতুন ফিচারটি সকল andriod 3 IOS ইউজাররা ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ফেসবুকের অধিগ্রহণকৃত একটি মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং নয়। কথা বলার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমও বটে। এটির কথা বা ভয়েস ক্লিয়ারিটি সুপার কোয়ালিটি। অন্য যে কোন অ্যাপ থেকে ভাল পারফরম্যান্স পাওয়া যায়।

Caption: Source of Information

How to Delete Sent message from chatbox? কিভাবে পাঠানো মেসেজ ডিলিট করবেন?

  1. খুব সহজ ব্যাপার।
  2. প্রথমে আপনি আপনার গ্রুপে বা ব্যক্তি মেসেজে প্রবেশ করবেন।
  3. অতপর ম্যাসেজ পাঠাচ্ছেন বা পাঠাবেন।
  4. পাঠানো মেসেজের উপর ট্যাপ করে ধরুন।
  5. উপরে delete icon ক্লিক করুন।
  6. Delete for Everyone ক্লিক করুন।
  7. ব্যাস মেসেজ ডিলিট হয়ে গেল।
  8. ডিলেট করা মেসেজ ফিরিয়ে আনতে Undo ক্লিক করুন।

অন্য যে কোন মেসেঞ্জার থেকে কেন হোয়াটঅ্যাপ ভাল?

প্রথমত ইমু বা অন্য যে কোন মেসেঞ্জার থেকে নিরাপত্তা বেশি। ফিচার অনেক বেশি। আপনি সহজেই কল বা কন্টাক ব্লক করে রাখতে পারেন। রিংটোন পরিবর্তন করতে পারেন। ভয়েস কোয়ালিটি খুব ভাল। অল্প সিগনালে আপনি হোয়াটঅ্যাপ ব্যবহার করতে পারেন। কম বা ডাটা সাশ্রয়ের ব্যবস্থা রয়েছে। পাঠানো বা প্রাপ্ত ছবির কোয়ালিটি ভাল থাকে এবং ভিডিও কোয়ালিটি অনেক ভাল। হোয়াটঅ্যাপ ফ্রি এবং বিজ্ঞাপনমুক্ত প্লাটফর্ম । ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *