ধনী ব্যক্তিদের  শীর্ষ তালিকায় ইলন মাস্ক। 

ধনী ব্যক্তিদের  শীর্ষ তালিকায় ইলন মাস্ক। 

প্রযুক্তির ব্যক্তিত্ব ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান  টেসলা  এবং টুইটারের সিইও  হলেন ইলন মাস্ক। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের  একজন। দুই মাসের বেশি সময় পর ব্লুমবার্গের ধনকুবেরদের  তালিকায় শীর্ষে উঠলেন তিনি।গত বছরের ডিসেম্বরে মাস্ক কে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাস পণ্যের কোম্পানি এল ভি এম এইচ এর প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী গতকাল ইলন মাস্কের  মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলার।আর বার্নার্ড এর সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার।  টেসলা কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ার  ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে গেছে।

ইলন মাস্ক একজন সফল উদ্যোক্তা। তিনি একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে ধনীর খেতাব অর্জনের পাশাপাশি আরেকটি খেতাব অর্জন করেছেন সেটি হল সবচেয়ে বেশি সম্পদ হারানোর খেতাব। তিনি টেসলা ও টুইটার ছাড়াও স্পেসএক্স,নিউরালিংক,এবং দ্য বোরিং কোম্পানি মত বড় কোম্পানির সিইও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *