ন্যূনতম কত টাকার সঞ্চয়পত্র কিনলে TIN আবশ্যক।
পূর্বে ১ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে গেলেই টিআইএন সার্টিফিকেট প্রয়োজন হত। বর্তমানে ২ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র নিকতে গেলে টিআইএন সার্টিফিকেট জমা দিতে হয়। এক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট লাগবে না।
২৬। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 184A এর সংশোধন- আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 184A তে নিম্নোক্ত সংশোধনী আনীত হয়েছে।
ক. ধারা 184A এর Sub Section (3) এর item (xv) তে আনীত সংশোধনীর ফলে রাজউক, সিডিএ, কেডিএ, আরটিএ এর পাশাপাশি যে কোন পৌরসভায় এবং সিটি কর্পোরেশনে ভবন নির্মানের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদনকারীকে টিআইন দাখিল করতে হবে।
খ. ধারা 184A এর sub-section (3) এ নূতন তিনটি item সংযুও হয়েছে। অর্থাৎ নিম্নরূপ ক্ষেত্রসমূহে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হলাে-
অ. ২ লক্ষ টাকার উর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ে;
আ. ২ লক্ষ টাকার উর্ধ্বে ডাকঘর সঞ্চয় হিসাব খুলতে;
ই. সমবায় সমিতির রেজিস্ট্রেশনে।
অ এর সংশোধন আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৩য় তফসিল এর সংশােধনীর মাধ্যমে সাধারণ ভবনের অবচয়ের হার বিদ্যমান ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে এবং ফ্যাক্টরি ভবনের অবচয়ের হার বিদ্যমান ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা হয়েছে।
ন্যূনতম কত টাকার সঞ্চয়পত্র কিনলে TIN আবশ্যক: ডাউনলোড