বিকাশের পাসওয়ার্ড রিসেট ২০২৩। বিকাশের পিন ভুলে গেলে বা বিকাশ পিন লগ হয়ে গেলে করনীয় কি?
বিকাশের পাসওয়ার্ড রিসেট নিয়ম ২০২৩
১। বিকাশের পিন রিসেট করার নিয়ম
বিকাশের পিন ভুলে গেলে অথবা ভুল পিন দিয়ে বিকাশ একাউন্ট লক হয়ে গেলে,এই অবস্থায় একাউন্ট ঠিক করবো কি করে জানতে চান? এরকম অনেক ক্ষেত্রে বিকাশ একাউন্টের পিন রিসেট করা লাগে। কিন্তু অনেকে আছে যারা বাটন ফোন থেকে পিন রিসেট করতে পারে না। নিজে পারে না বলে অন্য কাউকে দিয়ে পিন রিসেট করালে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে দেখবেন কোথাও পোস্ট করলে কমেন্ট করে যে একাউন্ট ঠিক করতে টাকা লাগবে। যারা পিন রিসেট করতে পারে না তাদের সুবিধার জন্য এইখানে ধাপ গুলা দিয়ে দিচ্ছি, নিজেই বিকাশ একাউন্টের পিন রিসেট করবেন যেভাবে *২৪৭# (ইউএসএসডি/ বাটন ফোন) থেকে
১। *247# ডায়াল করে, 10 সিলেক্ট করতে হবে
২। NID নাম্বার দিতে হবে
৩। তারপর জন্মসাল দিতে হবে
৪। লাস্ট ১০টা আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
৫। টাকার পরিমাণ বসান
৬। এসএমএসে অস্থায়ী একটা পিন কনফার্মেশন চলে আসবে
২। বিকাশের পিন ভুলে গেলে বা বিকাশ পিন লগ হয়ে গেছে করনীয় কি?
বিকাশ পিন ভুলে গেলে বা পিন লগ হয়ে গেছে সেক্ষেত্রে নিম্নলিখিত পদক্ষেপগুলি মেলান
পিন পুনরুদ্ধার করা- আপনি বিকাশ এপ বা ওয়েবসাইট ব্যবহার করে নতুন পিন সেট করতে পারেন।
বিকাশ হটলাইন যোগাযোগ করুন- বিকাশের হটলাইনে যোগাযোগ করে আপনার পিন পুনরুদ্ধার করার জন্য সাহায্য চাইতে পারেন।
যোগাযোগ করুন- আপনি যদি পিন হারিয়ে যাওয়ার সময় আপনার একাউন্টে সিকিউরিটি প্রশাসকে যোগাযোগ করে প্রতিক্রিয়া পেতে চান, তাহলে এটি সম্ভব হতে পারে।
৩। বিকাশের পিন কয় বার টাইপ করলে পিন লগ হয় যায়
বিকাশ পিন সাধারণভাবে ৩ বার ভুল টাইপ করলে আপনার বিকাশ একাউন্ট লগ হয়ে যেতে পারে এবং আপনি একটি নতুন পিন সেট আপ করতে হবে। এই নির্দিষ্ট সংখ্যার পিন ভুলে গেলে সুরক্ষার দিকে ভাল ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ অপশক্ত প্রয়াস না করে একাউন্টে অধিক চেষ্টা না করে।