বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং কোর্স ২০২৩ । SEIP Professional Digital Marketing Course
ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে -একজন ডিজিটাল মার্কেটার প্রতিমাসে বেশ ভাল এমাউন্ট আয় করছেন – বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং কোর্স ২০২৩
ডিজিটাল মার্কেটিং কি? – ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে।
বেসিস এর তত্ত্বাবধানে ঢাকায় আবারো শুরু হতে যাচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আওতায় Skills for Employment Investment Program (SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে BASIS-SEIP Tranche – 3 প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্য নিয়ে বেসিসেরএর তত্ত্বাবধানে শুরু হচ্ছে এসইআইপি প্রকল্পের বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র অনার্স/মাস্টার্স/ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন। যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না। এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে (অফলাইন কোর্স) আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ https://seip.basis.org.bd
ফ্রিতে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন / সিইআইপি ও বেসিস এর যৌথ প্রযোজনায় কোর্সটি সম্পন্ন হবে। সরকার কর্তৃক অর্থায়ন বিধায় একটি নাগরিকদের জন্য সম্পূর্ণ ফ্রি কোর্স।
প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।
Caption: SEIP Professional Digital Marketing Course
কেন আপনি সিইআইপি প্রজেক্টের মাধ্যমে শিখবেন? Professional Digital Marketing এর সুবিধা সমূহ
- ১০০% বিনা মূল্যে কোর্স করার সুযোগ।
- প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
- যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা করা হবে।
- নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।
কোর্স করতে কি কি ডকুমেন্ট লাগবে?
শুধুমাত্র অনার্স/মাস্টার্স/ডিগ্রি অথবা ডিপ্লোমা কমপ্লিট প্রার্থীরাই এ কোর্স টি করার সুযোগ পাবেন। যারা ইতিপূর্বে এসইআইপি কোর্স করেছেন তারা এই কোর্স করতে পারবেন না। এই পোস্টটি শুধুমাত্র ঢাকার জন্য, কোর্সটি করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে (অফলাইন কোর্স)কোর্স করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র(NID) থাকতে হবে। সপ্তাহে ৫দিন ৪ঘন্টা করে ক্লাস করার সময় থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ https://seip.basis.org.bd
বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার প্রশিক্ষণ ২০২৩ । Mobile Application Development- Android