মোবাইল ব্যালেন্স ট্রান্সফার নতুন নিয়ম ২০২৪। যে কোন নাম্বার থেকে অন্য নম্বরে ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম।

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

 

 

সূচীপত্র

 

১। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

২। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম টেলিটক

ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

*১২৪* পিন নাম্বার *টাকার পরিমান* প্রাপকের মোবাইল নাম্বার#

 

১। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

১. প্রথমবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্যে ম্যাসেজ অপশনে টাইপ করুন এমাউন্ট এবং ১২১২ ব্যালেন্স গ্রহনকারীর নম্বর লিখে পাঠিয়ে দিন।

যেমন <3 রবি <3 30 লিখে পাঠান ১২১২ 018XXXXXXXX নম্বরে।

২. প্রথমবার ব্যালেন্স ট্রান্সফারের এসএমএস সেন্ড করা হলে এই সার্ভিস এর জন্য ব্যবহারকারীর নম্বরটি রেজিস্ট্রেশান হয়ে যাবে এবং একটি পিন নাম্বার প্রদান করা হবে।

৩.পরবর্তীতে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এমাউন্ট<স্পেস>পিন<গ্রহনকারীর নম্বর> টাইপ করে পাঠান ১২১২ নম্বরে।

৪.ব্যালেন্স ট্রান্সফার করা যাবে ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ২.৩০ টাকা (ভ্যাটসহ) এবং ট্রান্সফারের পরিমাণ থেকে ২.০০ টাকা(৫ % সম্পুরক শুল্ক + ১৫% ভ্যাট+১% সারচার্জ ছাড়া) চার্জ প্রযোজ্য হবে।

৫.রবি ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই সার্ভিসটি যেকোন রবি প্রি-পেইড বা পোস্ট-পেইড সংযোগ থেকে ব্যবহার করা যাবে।

 

 

 

 

 

 

ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম:

* এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

* বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে।

 

২। ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।

 

রেজিস্টার করার জন্যে 

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI

পাঠিয়ে দিন1000 নম্বরে ,ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

 

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR <স্পেস> **** (PIN) <স্পেস> 0171***(মোবাইল নম্বর) <স্পেস> 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।

মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।

ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।

 

PIN নম্বর পরিবর্তন করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN <স্পেস> পুরনো PIN নম্বর <স্পেস> নতুন PIN নম্বর <স্পেস> আবারো নতুন PIN নম্বর।

যেমন: CPIN 1234 4321 4321

পাঠিয়ে দিন 1000 নম্বরে।

 

২। ব্যালেন্স ট্রান্সফার নিয়ম টেলিটক

অনেকে বলে টেলিটক থেকে টেলিটকে কোড ডায়ালের মাধ্যমে নাকি ব্যালেন্স ট্রান্সফার করা যায় না। আমি বলি সঠিক নিয়মে ব্যালেন্স ট্রান্সফার করলে হবে না কেন? আমি আজ সকালেও ব্যালেন্স ট্রান্সফার করেছি আমার কোন প্রবলেম হয়নি।

ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

*১২৪* পিন নাম্বার *টাকার পরিমান* প্রাপকের মোবাইল নাম্বার#

এখানে, পিন নাম্বার ১২৩৪ এ কাজ না হলে ১২৩৪৫৬৭৮ দিবেন। টাকার পরিমান হবে ১০, ২০,৩০, ৪০, ৫০ ঠিক এভাবে ব্যলেন্সর পরিমান দিতে হবে। কিন্তু আপনার মোবাইলে কমে ১০ টাকা রাখতে হবে। আর বিজোড় সংখ্যায় ব্যালেন্স ট্রান্সফার করা যাবে না। আর যাকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তার মোবাইল নাম্বার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *