হলি ক্রস কলেজ সিলেকশন টেস্ট ২০২৩ । সিলেকশন টেস্ট ২ দিন অনুষ্ঠিত হইবে
কিছু শিক্ষা প্রতিষ্ঠান লটারির বাহিরে থাকে, হলিক্রস তেমন একটি প্রতিষ্ঠান – হলি ক্রস কলেজ সিলেকশন টেস্ট ২০২৩
হলি ক্রস কলেজই কেন? – হলি ক্রস কলেজ একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক কলেজ। পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনীদের দ্বারা কলেজটি পরিচালিত হয়। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটির বর্তমান অধ্যক্ষ পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনী শিখা গোমেজ।
বিজ্ঞান বিভাগ Application ID 15936 থেকে 17900 পর্যন্ত ১৯ ডিসেম্বর ২০২২ সকাল ৮টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে । ১৫ ডিসেম্বর ২০২২ বিকাল ৪:০০ টার সময় বিস্তারিত আসন ব্যবস্থাপনা (ভবনের নাম ও রুম নম্বরসহ) ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
ভারত ভাগের পর ঢাকার আর্চবিশপ লরেন্স গ্রেইনার, সিএসসি পূর্ব পাকিস্তানে মেয়েদের শিক্ষা বিস্তারে পবিত্র ক্রুশ সংঘের (হলি ক্রস) সিস্টারদের বিশেষভাবে অনুরোধ জানালেন পূর্ব পাকিস্তানে মেয়েদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার জন্য। ১৯৫০ সাল, ১ নভেম্বর পাঁচ জন ছাত্রী নিয়ে হলি ক্রস কলেজের অগ্রযাত্রা শুরু হয়। সিস্টার আগস্টিন মারী ১৯৫০ সালের ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে সিস্টার যোসেফ মেরী, সিএসসি কলেজের দ্বিতীয় অধ্যক্ষারূপে দায়িত্ব পালন করেন। ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিসেস গার্টি আব্বাস অধ্যক্ষা ছিলেন।
আবেদনকারীদের অ্যাপকেশন আইডি অনুসারে সিলেকশন পরীক্ষা অনুষ্ঠিত হইবে / হলি ক্রস কলেজ সিলেকশন টেস্ট ২০২৩
ভর্তি কার্যক্রমের অন্তর্ভূক্ত সরকারি বিদ্যালয়সমূহের তালিকা
Caption: History of Holicross College
হলি ক্রস কলেজ সিলেকশন টেস্ট ২০২৩ । কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা
- পরীক্ষার্থীর সঙ্গে ১জনের বেশি অভিভাবক আসবেন না ।
- কলেজ সংলগ্ন রাস্তায় কোন ধরনের গাড়ি নিয়ে প্রবেশ করবেন না বা গাড়ি পার্কিং করবেন না।
- দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ও অভিভাবকগণ ১০:৩০ মিনিটের পূর্বে কলেজ সংলগ্ন রাস্তায় এসে ভিড় করবেন না, এবং তৃতীয় শিফটের পরীক্ষার্থী ও অভিভাবকগণ ২:০০টার পূর্বে কলেজ সংলগ্ন রাস্তায় এসে ভিড় করবেন না।
শিফট অনুযায়ী প্রদত্ত সময়ের ৩০ মিনিট পূর্বে গেট খোলা হবে এবং পরীক্ষাথীরা ভিতরে প্রবেশ করতে পারবে। - কলেজ সংলগ্ন রাস্তায় ভিড় থাকবে, তাই আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র
সাবধানে রাখবেন। - পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কলেজ গেট (১নং গেট) দিয়ে ফার্মগেটের অভিমুখে বেড়িকেট এর ভিতর দিয়ে হাঁটতে থাকবে তাই আপনারা দেখে সহজেই আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন।
হলিক্রসের পোষাক কি?
হলি ক্রস কলেজের ইউনিফর্ম সম্পূর্ণ সাদা রঙের। সাদা ফ্রক, সাদা পায়জামা, সাদা ওড়না, সাদা মোজা, সাদা জুতা, সাদা বেল্ট নিয়ে কলেজটির ইউনিফর্ম।