আইসিটি সম্পর্কিত ধারণা এবং আইসিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

আইসিটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

 

 

১। বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে?

১৯৬৯ সালে।

২। বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়?

৪ জুন ১৯৯৬ সালে।

৩। বাংলা বিজয় কীবোর্ড সফটওয়্যার চালু হয় কবে?

১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে।

৪। বাংলা অভ্র কীবোর্ড সফটওয়্যার চালু হয় কবে?

২৬ মার্চ ২০০৩ সালে।

৫। Wimax কি?

তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি।

৬। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?

আইবিএম-১৬২০।

৭। বিল গেটসের প্রথম প্রোগ্রাম কোনটি?

MS DOS.

৮। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?

ENIAC.

৯। কম্পিউটারের ব্রেইন কোনটি ?

মাইক্রো প্রসেসর।

১০। কম্পিউটার বাগ কি ?

‌‌ কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।

১১। কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ?

ন্যানো সেকেন্ড।

১২। ১ ন্যানো সেকেন্ড কী ?

– ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ।

১৩। ১ পিকো সেকেন্ড কী ?

– ১ সেকেন্ডের ১ লক্ষ কোটি ভাগের ১ ভাগ।

১৪। Google কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে ?

– ২১ জুন ২০১১ সালে।

১৫। Spam কি ?

– অনাকাংখিত ই-মেইল।

১৬। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে ?

– সিলিকন।

১৭। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় ?

– টেলিমেডিসিন।

১৮। Google News চালু হয় কবে ?

– ২০০২ সালে।

১৯। Google Buzz চালু হয় কবে ?

– ৯ ফেব্রুয়ারি ২০১০ সালে।

২০। বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু হয় কবে ?

– ২৪ এপ্রিল ২০১১ সালে।

২১। বাংলাদেশে তৈরি ল্যাপটপ DOEL বাজারে আসে কবে ?

– ১১ অক্টোবর ২০১১ সালে।

২২। মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে ?

– ৪ এপ্রিল ১৯৭৫ সালে।

২৩। ইয়াহু মেইল সেবা চালু হয় কবে ?

– ৮ অক্টোবর ১৯৯৭ সালে।

২৪। জিমেইল চালু হয় কবে ?

– ৭ ফেব্রুয়ারি ২০০৭ সালে।

২৫। ফেসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি ?

– Graph Search.

২৬। টুইটার-এর প্রথম টুইট কি ছিল ?

– Just setting up my twttr.

২৭। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয় ?

– হোস্ট।

২৮। অ্যাপেল-এর প্রতিষ্ঠা হয় কবে ?

– ১ এপ্রিল ১৯৭৬ সালে।

২৯। SMS-এর জনক কে ?

– ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)।

৩০। প্রথম SMS পাঠান কে ?

– নেইল পাপওয়ার্থ (যুক্তরাজ্য)।

৩১। প্রথম SMS পাঠানো হয় কবে ?

– ৩ ডিসেম্বর ১৯৯২ সালে।

৩২। বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি ?

– ARPANET.

৩৩। কোন নেটওয়ার্কের মাধ্যমে এবং কত সালে প্রথম ইমেইল পাঠানো হয় ?

– ARPANET, ১৯৭২ সালে।

৩৪। ARPANET বন্ধ হয় কবে ?

– ১৯৯০ সালে।

৩৫। E-Mail কি ?

– Electronic Mail.

৩৬। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?

– ৪ প্রকার।

৩৭। কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার ২০০৩ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?

– জে.এম. কোয়েটজি।

৩৮। বিটা টেস্ট কি ?

– বাণিজ্যিক প্রবর্তনের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যারগুলির Trial পরীক্ষা।

৩৯। সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কবে ?

– ১৯৮৯ সালে।

৪০। নেটিজেন কারা ?

– নেট নাগরিক (যারা ইন্টারনেট ব্যবহার করেন)।

৪১। অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে কী বলে ?

– অফিস অটোমেশন।

৪২। Scareware কি ?

– নকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

৪৩। প্রথম স্মার্ট ফোন কখন চালু হয়েছিল ?

– ১৯৯২ সালে।

৪৪। কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে কোন কম্পিউটারে ?

– ৫ম প্রজন্মের কম্পিউটারে।

৪৫। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কি ব্যবহার করা হয় ?

– প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

৪৬। রোবটের উপাদান কি ?

– Power System, Actuator, Sensor, Manipulation.

৪৭। কম্পিউটারের প্রথম প্রজন্মের মধ্যে কোন বৈদ্যুতিক উপাদান ব্যবহৃত হয়েছিল ?

– Vaccum tubes.

৪৮। ব্যক্তি সনাক্তকরণে কি ব্যবহৃত হয় ?

– বায়োমেট্রিক্স পদ্ধতি।

৪৯। কোন পণ্য মোবাইল ফোন ব্যবহার করে কিনলে তখন এই লেনদেনকে কি বলা হয় ?

– M-Commerce.

৫০। নেটওয়ার্কের সাথে সংযুক্ত কম্পিউটারকে দেওয়া ঠিকানাকে কী বলা হয় ?

– IP Address.

৫১। সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় ?

– ডিবাগ।

৫২। কোনটি সবচেয়ে দ্রুততম, বৃহত্তম এবং ব্যয়বহুল কম্পিউটার ?

– Super Computer.

৫৩। বাংলাদেশের সুপার কম্পিউটার কোনটি ?

– IBM RS/ 6000 SP.

৫৪। ওয়েব ডিজাইনের মূল কাজ কি ?

– টেমপ্লেট তৈরি করা।

৫৫। প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি ?

– MARK-1.

৫৬। বাংলাদেশে ই-মেইল চালু হয় কবে ?

– ১৯৯৪ সালে।

৫৭। Google কবে প্রতিষ্ঠা করা হয় ?

– ১৯৯৮ সালে।

৫৮। PC-তে সর্বপ্রথম Operating System ব্যবহার করা হয় কবে ?

– ১৯৭১ সালে।

৫৯। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘পিপিলিকা’ চালু হয় কবে ?

– ১৩ এপ্রিল ২০১৩ সালে।

৬০। ইন্টারনেটের জনক কে ?

– ভিনটন জি কার্ফ ।

৬১। ই-মেইল এর জনক কে ?

– রে টমলি সন।

৬২। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?

– ডট কম ।

৬৩। বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে ?

– সাইক্লোপিডিয়ার মাধ্যমে।

৬৪। সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয় কত সালে ?

– ২০০৪ সালে।

৬৫। IP Address কি ?

– ইন্টারনেটের ঠিকানা।

৬৬। অনলাইনের মাধ্যমে ব্যাবসাকে কী বলে ?

– ই-কমার্স।

৬৭। E-Commerce কি ?

– Electronic Commerce.

৬৮। ইন্টারনেটে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয় ?

– আউটসোর্সিং।

৬৯। বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী কোনটিকে বাস্তব মনে করে ?

– ভার্চুয়াল রিয়েলিটি।

৭০। ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে কী করতে হয় ?

– এনক্রিপ্ট।

৭১। ডেটা এনক্রিপ্টশন ও ডিএনক্রিপ্টশন করার বিষয়কে কী বলে ?

– ক্রিপ্টগ্রাফী।

৭২। সুবিন্যাস্তভাবে সঠিক নিয়মে তথ্য সমূহের সূচি তৈরিকে কি বলে ?

– ইনডেক্সিং।

৭৩। প্রোগ্রামের ভুলকে কি বলে ?

– Bug.

৭৪। কম্পাইলার কোন ধরণের প্রোগ্রাম ?

– অনুবাদক।

৭৫। উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয় ?

কম্পাইলার।

৭৬। C++, Visual Basic কোন ধরণের ভাষা ?

উচ্চস্তরের ভাষা।

৭৭। WWW এর জনক কে ?

টিম বার্নাস লি।

৭৮। www কে ইন্টারনেটের কী বলা হয় ?

বুলেটিন বোর্ড।

৭৯। জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ?

২০০৬ সালে।

৮০। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর পক্রিয়াকে কী বলে ?

রাউটিং।

৮১। একটি আধুনিক সাবমেরিন কেবলে কয়টি স্তরে তার থাকে ?

৮ টি স্তরে।

৮২। হ্যাকারদের মধ্যে উচ্চ সম্মানে আসীন হ্যাকারদের কী বলা হয় ?

Elite Hacker.

৮৩। বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কি ?

Osborne 1.

৮৪। সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি ?

intel 4004.

৮৫। রোবট শব্দের অর্থ কি ?

যন্ত্র মানব।

৮৬। ফ্লিকার কি ?

Flickr হলো ছবি শেয়ারিং সাইট।

৮৭। YouTube কি ?

ভিডিও শেয়ারিং সাইট।

৮৮। ওয়েব পেজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পন্থাকে কী বলে ?

Formatting.

৮৯। YouTube মুক্ত ওয়েবসাইট হিসেবে যাত্রা শুরু করে কখন ?

২০০৫ সালে।

৯০। Internet শব্দটি কোন শব্দ থেকে গৃহীত ?

International Network.

৯১। কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে ?

Leap Frog এর মাধ্যমে।

৯২। বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত ?

কক্সবাজার।

৯৩। .mpg কি ?

ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন।

৯৪। মৌলিক গেট কয়টি ?

৩ টি।

৯৫।OR , AND এবং NOT তিনটিকে কী গেট বলা হয়?

মৌলিক গেট।

৯৬। কুয়্যেরি দ্বারা কী কাজ করা হয়?

তথ্য অনুসন্ধান।

৯৭। ORACLE কি ?

ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার।

৯৮ কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকে কী বলা হয় ?

RAM.

৯৯। কম্পিউটারের প্রধান স্মৃতি কোনটি ?

ROM.

১০০। পোস্ট স্ক্রিপ্ট কি ?

প্রিন্টারের ভাষা।

আইসিটি আইসিটি আইসিটি আইসিটি আইসিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *