আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২১-২০২২– ২০২১-২২ অর্থ বছরে আয়কৃত অর্থের উপর কর প্রদান করতে হবে। যদি আয় পুরুষের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা অতিক্রম করে। যদি করযোগ্য আয় নাও থাকে তবুও রিটার্ণ দাখিল করতে হবে। যারা আয়ের উপর ইতোমধ্যে উৎসে কর পরিশোধ করেছেন তারা ঐ পরিশোধিত কর প্রদেয় আয়করের সাথে সমন্বয় করবেন। নিজে যদি রিটার্ণ ফাইল তৈরি করতে না পারেন তবে আপনি দক্ষ কোন বন্ধু, সহকর্মীর সাহায্য নিন। যদি আয়কর অ্যাডভোকেট বা কর অফিসের কোন ব্যক্তি কর্তৃক রিটার্ণ রেডি করেন তাতেও কোন সমস্যা নেই। Income Tax Nirdeshika 2022-23 । নতুন আয়কর নির্দেশিকা ২০২২

স্বল্প সম্পদ, আয় ও দায়ের ব্যক্তিদের রিটার্ণ দাখিলের ক্ষেত্রে স্বনির্ধারণী ফরমে নিজেই রিটার্ণ রেডি করতে পারেন। তবে যদি আয়কর অফিস গিয়ে সংশ্লিষ অফিসের কোন দক্ষ ব্যক্তি কর্তৃক সহায়তা গ্রহণ করে রিটার্ণ দাখিল করেন সেটি ভাল হয়। তাছাড়া প্রতিবছর আয়কর মেলা বসে সেখানেও আপনি রিটার্ণ দাখিল করতে পারেন। Income Tax Return Form PDF 2022-23

যদিও আগে বিভিন্ন ক্ষেত্রে টিন সার্টিফিকেট ও রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক ছিল, এবার তার পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। আসুন জেনে নিই কোন ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ণ জমা দেয়ার প্রমাণ দেখাতে হবে। অনেকেই আয়কর নিবন্ধন করলেই, নির্ধারিত সময়ে আয়কর রিটার্ণ জমা দেন না। অনেকেই জানেন না যে, টিন সার্টিফিকেট থাকলে, তাকে শুন্য রিটার্ণ হলেও জমা দিতে হবে। এবারের বাজেটে, আয়কর রিটার্ন জমা দেয়ার ব্যাপারে জোর দেয়া হয়েছে, বাড়ানো হয়েছে রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতার পরিধি। আসুন জানি কোন কোন ক্ষেত্রে আপনাকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর নিবন্ধন্ধিত বা টিন রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলে বাধ্য করার জন্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য এই বাজেট প্রস্তাব করেছেন। Income Tax Return Form PDF 2022-23 । আয়কর রিটার্ন ফরম ২০২২

টিন থাকলে আয়কর রিটার্ণ দাখিল করতেই হবে / রিটার্ণ দাখিল ছাড়া ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র যারা ইতোমধ্যে কিনেছেন তারা আর কিনতে পারবেন না।

দক্ষ ব্যক্তির মাধ্যমে রিটার্ণ ফাইল তৈরি করুন।

Caption: Make return file ready by experience people

Income Tax Submission Report is required to get Service more

  1. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ণ রিসিপ্ট লাগবে।
  2. কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হতে রিটার্ণ রশিদ লাগবে।
  3. আমদানি-রপ্তানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  4. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  5. ক্রেডিট কার্ড থাকলে বা নতুন কার্ড নিতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  6. ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  7. বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে রিটার্ণ রশিদ লাগবে।
  8. কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  9. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে রিটার্ণ রশিদ লাগবে।
  10. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে রিটার্ণ রশিদ লাগবে।
  11. নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য রিটার্ণ রশিদ লাগবে।
  12. ইটভাটার অনুমোদন নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  13. ইংরেজি মাধ্যমের স্কুলে বা জাতীয় কারিকুলামের ইংরেজি ভার্সনের স্কুলে সন্তান বা পোষ্য ভর্তি করাতে রিটার্ণ রশিদ লাগবে।
  14. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে রিটার্ণ রশিদ লাগবে।
  15. অস্ত্রের লাইসেন্স করতে রিটার্ণ রশিদ লাগবে।
  16. আমদানির এলসি খুলতে রিটার্ণ রশিদ লাগবে।
  17. ডাকবিভাগে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খুলতে রিটার্ণ রশিদ লাগবে।
  18. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে রিটার্ণ রশিদ লাগবে।
  19. ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে রিটার্ণ রশিদ লাগবে।
  20. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্ণ রশিদ লাগবে।
  21. জমি বা বাসা ভাড়া দিলে, পরিবহন সেবার ব্যবসা করলে রিটার্ণ রশিদ লাগবে।
  22. এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে রিটার্ণ রশিদ লাগবে।
  23. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন , মালিকানা হস্তান্তর করতে রিটার্ণ রশিদ লাগবে।
  24. অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করলে রিটার্ণ রশিদ লাগবে।
  25. সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে রিটার্ণ রশিদ লাগবে।
  26. পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে রিটার্ণ রশিদ লাগবে।
  27. আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে রিটার্ণ রশিদ লাগবে।
  28. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য রিটার্ণ রশিদ লাগবে।
  29. এছাড়া, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, অনুমোদিত সুপারএন্যুয়েশন ফান্ড এবং শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিল করতে হবে।
  30. আর কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির মত সেবা বন্ধ থাকবে।

রিটার্ণ দাখিলের প্রমান হিসেবে কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে?

করের আওতা সম্প্রসারণে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে ছয়টি ‘আইনি বিধান’ আরোপের প্রস্তাব করেছেন, যার একটি হল- “কতিপয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা”। আয়কর রিটার্ণ দাখিলের প্রমাণক হিসেবে ৩টি ডকুমেন্টের যে কোন একটি জমা দিলেই চলবে। আয়কর রিটার্ন জমা দেয়ার রসিদ (এনবিআর কর্তৃক প্রাপ্তিস্বীকার পত্র)। অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলে স্বয়ংক্রীয়ভাবে পাবেন। করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রীয় পদ্ধতিতে এনবিআরের সনদ এবং করদাতার নাম, টিন, কর দেয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের সনদ।

রিটার্ণ দাখিল না করলে হয় না?

আমাদের অনেকেই আছেন যারা আয়কর রিটার্ন জমা দেওয়া কে একটি ঝামেলা মনে করেন। এটা একসময় ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু গত বছর থেকে অনলাইনে জমা দেয়ার সুযোগ থাকায় এটি অত্যন্ত সহজ হয়েছে। যাদের আয়কর দেয়ার মত আয় নেই কিন্তু টিন রেজিস্ট্রেশন করা আছে, তাদের ও আয়কর রিটার্ণ জমা দিতে হবে। এক্ষেত্রে অবশ্য আপনাকে শুন্য রিটার্ণ দাখিল করতে হবে। দেখুন কিভাবে অনলাইনে শুন্য আয়কর রিটার্ণ জমা দিতে হয়। তাছাড়া আয়কর সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখুন- আয়কর রিটার্ণ দাখিল নির্দেশিকা ২০২২-২৩।

আয়কর নির্দেশিকা ২০২১-২২ । Income tax guideline