আর্জেন্টিনা দলের ছবি ২০২২ । আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা । কে কে খেলাবে আর্জেন্টিনা দলে দেখে নিন

বিশ্বকাপ ফুটবল দলে আর্জেন্টিনা হয়ে খেলবে যারা – চমক নিয়ে হাজির হচ্ছে আর্জেন্টিনা দল – আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা ২০২২

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল- Selección de fútbol de Argentina, এবং ইংরেজি- Argentina national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯১৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯০২ সালের ২০শে জুলাই তারিখে, আর্জেন্টিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উরুগুয়ের মোন্তেবিদেও-এ অনুষ্ঠিত উক্ত ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে ৬–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

লা আলবিসেলেস্তে নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লিওনেল এস্কালোনি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন পিএসজি আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি। argentina team players Picture 2022

আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ২ বার (১৯৭৮ এবং ১৯৮৬) বিশ্বকাপ জয়লাভ করেছে। এছাড়া কোপা আমেরিকােও আর্জেন্টিনা অন্যতম সফল দল, যেখানে তারা ১৫টি (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, আর্জেন্টিনা ১৯৯২ কিং ফাহাদ কাপ জয়লাভ করেছে। দিয়েগো মারাদোনা, হাভিয়ের জানেত্তি, হাভিয়ের মাশ্চেরানো, গাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়গণ আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

আর্জেন্টিনা ছবি । আর্জেন্টিনা জার্সি আর্জেন্টিনা দলের ছবি ২০২২

কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সেপ্টেম্বরে দুটি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। দুই প্রতিপক্ষ এবং দিনক্ষণও চূড়ান্ত। জানা গেছে, ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

Caption: List of Football Player of Argentina

আর্জেন্টিনা দলের খোলোয়ার ২০২২ । যারা আর্জেন্টিনা দলে খেলবেন

  1. গােলরক্ষক- এমিলিয়াননা মার্টিনেজ, জেরােনিমাে রুলি, ফ্রাঙ্কো আরমানি
  2. ডিফেন্ডার- নাহুয়েল মােলিনা, গঞ্জালাে মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রােমেরাে, জার্মান পেজেলা নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ মার্কোস অ্যাকুনা ‘ নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
  3. মিডফিল্ডার- রদ্রিগাে ডিপল, লিয়ান্দ্রো পারেদেস। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডাে রদ্রিগেজ। আলেজান্দ্রো গােমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
  4. ফরােয়ার্ড- আনহেল ডিমারিয়া, লাউতারাে মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলাে দিবালা নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।

ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে?

ফুটবল খেলায় খেলোয়ার সংখ্যা–ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এটি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়, যার প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। একবিংশ শতকে এসে ফুটবল খেলা দুই শতাধিক দেশের ২৫০ মিলিয়নেরও অধিক খেলোয়াড় খেলে থাকেন। এর ফলে ফুটবল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *