আগের ইভ্যালি আর এখনকার ইভ্যালি এক নয় – হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বর্তমানে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে, দুইজন ইন্ডেপেন্ডেন্ট ডিরেক্টর থাকবেন, একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আরেকজন ই-ক্যাবের। তাই আগের ইভ্যালি আর এখনকার ইভ্যালি এক নয়, তাই এখানে জটিলতার কিছু নাই।

যদি ইভ্যালি এবার সততা, স্বচ্ছতার সাথে এবং ফান্ডিং এর ব্যবস্থা করে, তাহলে আস্থার সংকট কাটিয়ে আনা সম্ভব । তবে সেলার এবং ভোক্তাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে এবং তাদের সাহায্য, সহযোগিতার প্রয়োজন। আমরা গ্রাহক এবং মার্চেন্ট এর কথা চিন্তা করে ইভ্যালি কে দেউলিয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি। Evaly update news 2022 । বিটিভি লাইভে ইভ্যালি নিয়ে মাহবুব কবির মিলনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য

আমরা অনেক সাজেশন দিয়েছি। কোথায় ডেভলপমেন্ট করতে হবে বলেছি। রিক্রুট কিভাবে করতে হবে বলেছি। সামনে রিক্রুটমেন্টে কিছু কিছু লোককে আর কখনোই চাকরি দেওয়া যাবে না, এটিও বলেছি। শেষ কথা, সবাইকে ধৈর্য্যশীল হতে হবে। বর্তমান নীতিমালায় আর কোন প্রতিষ্ঠানের প্রতারণা করার সুযোগ নাই। সরকার এখন সম্পূর্ণ মনিটর করছে। সকল ই-কমার্স প্রতিষ্ঠান এর সুযোগ পাওয়া উচিত।

ইভ্যালি কঠোরভাবে মনিটরিং হচ্ছে / ইভ্যালির নতুন কমিটিতে বানিজ্য মন্ত্রণালয় ও ই ক্যাবের সদস্য রয়েছে।

ইভ্যালি নিয়ে মাহবুব কবির মিলনের বক্তব্য

Evaly update news 2022

Caption: Mahbub kabir milon show about evaly Click here

ইভ্যালি অফার ২০২১ । পূর্বে ইভ্যালি কি কি অফার দিত?

  1. ইভ্যালিতে ১০% মূল্য পরিশোধে ১০ দিনে পন্য ডেলিভারী ক্যাম্পেইন।
  2. ইভ্যালি সাইক্লোন অফার ২০২১
  3. ইভ্যালি গ্রাহকদের দ্রুত সেবা দিতে চালু করল Priority Store
  4. Evaly T7 থেকে আপনার পণ্য ডেলিভারি নিন মাত্র ৭ দিনে!
  5. Evaly T10 Offer 2021
  6. Evaly Mobile Offer 2021
  7. evaly আজকের অফার ২০২১
  8. evaly bike offer 2021

ইভ্যালিতে মোট কত টাকার লেনদেন হয়েছে?

ইভ্যালির মোট ট্রানজেকশন – আমরা কাগজে-কলমে ব্যাংকিং সেক্টর এবং গেটওয়ে থেকে যে তথ্যগুলো পেয়েছি, এখানে ৬ হাজার ৫২ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৮৩ টাকা লেনদেন হয়েছে। আরেকটা প্রশ্ন যেটা কিনা আমরা লাস্ট ১১ মাস ফেস করেছি, রাসেল সাহেব মুক্তি কখন পাবে। এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় নির্ভর করছে। আইনি প্রক্রিয়ায় তাকে জামিন পেতে হবে। তবে ইভ্যালি পুরোপুরি ভাবে শুরু করতে রাসেল এর প্রয়োজন, সেটি যখনই হোক।