ই পাসপোর্ট ডেলিভারি । পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয় দেখুন

পাসপোর্ট আবেদন করার পর ফিজিক্যালি বায়োম্যাট্রিক ও আইরিশ দেওয়ার প্রয়োজন পড়ে। ছবি তোলাসহ অন্যান্য ফরমালিটি সম্পন্ন করার পর পাসপোর্ট ডেলিভারি স্লিপ পাওয়া যায়। ডেলিভারী স্লিপ হারিয়ে গেলে কি করবেন? আপনি সেটি কোথায় খুজে পাবেন বা কবে ডেলিভারী পাবেন সেই তথ্যই বা কোথা থেকে পাবেন।

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে প্রথমে আপনাকে নিকটস্থ থানায় একটি হারানোর জিডি করতে হবে। জিডিতে অবশ্যই পাসপোর্ট আবেদনে দেয়া, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্টের মেয়াদ ও পৃষ্ঠা সংখ্যা এবং OID বা Application আইডি নম্বর উল্লেখ করবেন। তারপর যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে জানান।

থানায় সাধারণ ডায়েরি বা জিডি কপি দিয়েও আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিতে পারে। অথবা, জিডি কপি দেখিয়ে আপনি নতুন একটি ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে পারেন।

ডেলিভারী হারিয়ে গেছে পাসপোর্ট পাওয়ার উপায়?

যদি থাকে তাহলে শীগ্রই আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। তারা আপনার ID নাম্বার নিয়ে সত্যতা যাচাই করে আপনাকে আর একটা ডকুমেন্ট বা স্লিপ দিবেন যা আপনার পাসপোর্ট ডেলিভারিতে কাজে লাগবে। আর যদি ID নাম্বার মনে না থাকে তাইলে ও NID card সহ যোগাযোগ করুন।

visit site

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে যা করবেন · পাসপোর্ট আবেদনের OID Number (Online Registration Number) ..

visit site

ডেলিভারী স্লিপ নম্বর – BDHCKL

Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia · Passport Delivery Slip Information …
অনুপস্থিত: করণীয় ‎| এটি থাকতেই হবে: করণীয়

visit site

আমি পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি।

আমি পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি। মেসেছ পেয়েছি, পাসপোর্ট রেডি।

visit site

Travel Agent of Bangladesh | #নতুন_পাসপোর্ট

স্লিপ হারিয়ে গেলে ঐ স্লিপ নাম্বার দিয়ে থানায় জিডি করে পরে পাসপোর্ট ডেলিভারি …

পাসপোর্ট তথ্য – পাসপোর্ট সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান… পাসপোর্ট হেল্প ডেস্ক, profile picture … রিনিউ করছি কিন্তুু ডেলিভারি স্লিপ হারিয়ে পেলছি,, …

visit site

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *