ওমরার হজ্জ করার নিয়ম এবং ওমরার হজ্জ কিছু দিক নির্দেশনা

ওমরার হজ্জ কিছু দিক নির্দেশনা

 

 

১. ওমরার হজ্জ কিছু দিক নির্দেশনা

 

১. ওমরার জন্য চারটি কাজ ওয়াজিব বা আবশ্যক।

১/ ইশারাম বাধা।

২/ কাবা শরীফ তাওয়াফ করা।

৩/ সাফা মারওয়া পাহাড়দ্বয় সাঈ করা।

৪/ হলক করা ( মাথামন্ডন করা)

 

২. এহরামের হুকুম

এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা নিষিদ্ধ। হজ বা ওমরা পালনকারী ব্যক্তির জন্য বিনা ইরামে যে স্থান অতিক্রম করা জায়েজ নয় তাহলে মিকাত।

এহরাম ছাড়া তেহারাম ছাড়া ( অর্থাৎ বিনা ইরামে মিকাত  অতিক্রম হলে তার জন্য দম বা কাফফারা দিতে হবে। তদুপরি গুনা হবে।

এহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ। তা হলো

 

/ সহবাস করা যাবে না।

/ পুরুষের জন্য কোন সেলাই করা, জামা, পায়জামা, ইত্যাদি  পড়া নিষিদ্ধ।

/ কথায় এবং কাজের কাউকে কষ্ট দেওয়া যাবে না।

/ নোখ, চুল,দাড়ি, গোফ, ও শরীরের পশম, কাটা এবং ছেড়া যাবে না।

/ কোন ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না।

/ কোন কিছু স্বীকার করা যাবে না। তবে ক্ষতিকারক প্রাণী হলে মারা যাবে।

/ ক্ষতি করে না এমন কোন প্রাণী  মারা যাবে না।

 

৩. ইহরাম বাধার নিয়ম 

১/ ওমরা পালনের উদ্দেশ্যে এহরাম করা বা বাধা ফরজ। হজ্ব  পালনের জন্য ও এহরাম  বাধা ফরজ।

২/ পরিষ্কার-পরিচ্ছন্নতা সেরে ওযু গোসল করে নিতে হবে।

৩/ মিকা অতিক্রম করার আগেই সেলাই বিহীন একটি সাদা চাদর পরিধান করুন। অন্যটি গা থেকে সরিয়ে নিন এবং এহরামের নিয়তে দুই রাকাত নামাজ পড়ে নিন।

৪/ শুধু উমরার নিয়ত করে এক বা তিনবার তালবিয়া পড়ে নিন।

 

৪. তালবিয়াটি হলো 

لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَ

كَ وَٱلْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *