জন্ম নিবন্ধন করতে কি কি কাগজ লাগে? । জন্ম নিবন্ধন বয়স ভিত্তিক কত খরচ পড়বে জেনে নেই

আপনি কি আপনার জন্ম নিবন্ধন করেছেন। না করলে এখনি করে ফেলুন। কেননা বর্তমানে  জন্ম নিবন্ধন করা সকলের জন‍্য বাধ‍্যতামূলক। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে ও বিভিন্ন দাপ্তরিক কাজে জন্ম নিবন্ধন কাগজটি লাগে। বিশেষ করে বয়স প্রমাণ করতেও জন্ম সনদটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২২

জন্ম নিবন্ধন করতে বয়সভিত্তিক যে কাগজপত্র আপনার লাগবে

1. আপনার বয়স যদি 10 বছরের কম হয়

আপনার বয়স দশ বছরের কম হলে আপনাকে নিম্নের কাগজপত্রগুলো দাখিল করতে হবে:

  • টিকা কার্ড। টিকা কার্ড যদি না থাকে সেক্ষেত্রে বয়স প্রমাণের জন‍্য এমবিবিএস ডাক্তার কর্তৃক একটি প্রত‍্যয়নপত্র লাগবে।
  • পিতা-মাতার জন্মসনদ।
  • বসতবাড়ির খতিয়ান / ট‍্যাক্সের রশিদ
  • হোল্ডিং নাম্বারের কাগজ

2. আপনার বয়স যদি 40 বছরের নিচে হয় তাহলে আপনার যেসকল কাগজপত্র লাগবে:

  • পি এস সি/জে এস সি/এস এস সি পাশের সনদ
  • পিতা-মাতার NID কার্ড
  • বসত বাড়ির খতিয়ান / কর পরিশোধের রশিদ
  • হোল্ডিং নম্বর কাগজ

3. আর বয়স যদি 40 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনি নিম্নের কাগজপত্রগুলো দিলেই হবে:

  • শিক্ষাগত যোগ‍্যতার সনদ
  • বসত বাড়ির খতিয়ান / কর পরিশোধের রশিদ
  • হোল্ডিং নম্বর কাগজ
  • এক্ষেত্রে  পিতা-মাতার কোন কাগজপত্র লাগবে না। শুধুমাত্র তাদের নাম লাগবে।

জন্ম নিবন্ধন আবেদন করতে উক্ত কাগজপত্র গুলো অবশ‍্যই দাখিল করতে হবে। এবার জেনে নেয়া যাক এই জন্ম নিবন্ধন আবেদন করতে কত টাকা লাগবে। জন্ম নিবন্ধন আবেদন করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হয়। জন্ম নিবন্ধন ফি ২০২২ । জন্ম নিবন্ধন সংশোধন ফি অনলাইনে প্রদানের নিয়ম

  1. বর্তমানে 45 দিনের নিচে যাদের বয়স তাদের জন্ম নিবন্ধন করতে কোন প্রকার ফি দেয়া লাগেনা। তাদের জন‍্য সম্পূর্ণ ফ্রিতে জন্ম নিবন্ধন করা যায়।
  2. আর যাদ‍ের বয়স 45 দিনের বেশি তাদের জন‍্য প্রতি বছর 10 টাকা হারে ফি প্রদান করতে হয়। যেমন: কারো বয়স যদি 15 বছর হয় তবে তাকে (15×10) = 150 টাকা ফি প্রদান করতে হবে। এভাবেই আপনার বয়স যত বেশি হবে ফি এর পরিমাণও তত বেশি হবে।

আপনি যদি জন্ম নিবন্ধন আবেদন করে জন্ম সনদ পেতে চান তাহলে উপরে উল্লেখিত কাগজপত্রগুলো জমা দিয়ে, নির্ধারিত ফি প্রদান করে আবেদনপত্রটি আপনার ইউনিয়ন বা পৌরসভার অফিসে জমা দিন এবং আপনার জন্ম সনদটি গ্রহণ করুন।

জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি ২০২৩ । জন্ম সনদের তারিখ সংশোধন কি কত টাকা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *