নোটারি পাবলিক হলফনামার নমুনা । এফিডেফিট বা হলফনামা লেখার নিয়ম জেনে নিন

এফিডেফিট বা হলফনামা বিভিন্ন কারণে করতে হয়, হলফনামা করার কর্তৃপক্ষও ভিন্ন ভিন্ন হয়ে থাকে– এফিডেভিড করার নিয়ম ২০২৩

কি কি কারনে হলফনামা করতে হয়? গাড়ী , জমি বা যে কোন সম্পদ কেনাবেচা, বিবাহ কিংবা তালাক, জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন বা সংশোধন, পাসপোর্টে নাম সংশোধন, সার্টিফিকেটের নাম সংশোধনে, যে কোন চুক্তিনামা এবং মামলা-মোকদ্দমাসহ নানা কাজে প্রয়োজন হয় হলফনামা’র প্রয়োজন হয়ে থাকে।

হলফনামায় কি কি উল্লেখ থাকে?  হলফনামাকারীর পূর্ণ নাম, ঠিকানা, বাবা-মায়ের নাম, জাতীয়তা, বয়স, পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে, সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর, হলফকারী ব্যক্তি কোন বিষয়ে, কী কারণে ও কেন হলফ করছেন তাঁর পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। যেমন, জমিজমা সংক্রান্ত হলফনামা হলে জমির তফসিল উল্লেখ করতে হবে। নাম সংশোধনের ক্ষেত্রে প্রকৃত নাম কী এবং ভুল নাম কি এসেছে তা উল্লেখ করতে হবে। বিবাহের হলফনামার ক্ষেত্রে বিয়ের তারিখ, কত টাকা দেনমোহর এবং কত টাকা উসুল তা উল্লেখ করতে হবে। বিবাহ বিচ্ছেদের হলফনামার ক্ষেত্রে বিচ্ছেদের কারন উল্লেখ করতে হবে।

ম্যজিস্ট্রেটের থেকে- জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধনের হলফনামা, পাসপোর্টে নাম সংশোধনের হলফনামা, সার্টিফিকেটের নাম সংশোধনের হলফনামা। নোটারি পাবলিকের থেকে- গাড়ি বা বাইক কেনাবেচার হলফনামা, বিবাহের হলফনামা, বিবাহ বিচ্ছেদের হলফনামা।

সরকারি নির্ধারিত ফর্মে হলফনামা বা এফিডেফিট করতে হবে / হলফ নামা বা এফিডেফিট করার নমুনা দেখে নিন

কোথায় থেকে হলফনামা করতে হয়? কিছু ক্ষেত্রে হলফনামা নোটারি পাবলিকের সম্মুখে করতে হয় আবার কিছু হলফনামা আছে যেগুলো ম্যজিস্ট্রেটের সম্মুখে করতে হয়।

হলফনামা নমুনা PDF Downloadএফিডেফিট নমুনা ডাউনলোড Word File

হলফনামা ঘোষণা । এফিডেফিট বা হলফনামায় যে ঘোষণা থাকতে হয় 

  1. আমি/আমরা আরও ঘোষণা করিতেছি যে, আমি/আমরা হস্তান্তরিত জমির নিরঙ্কুশ মালিক।
  2. অন্য কোন পক্ষের সহিত বায়না চুক্তি স্বাক্ষর করি নাই বা অন্য কোথাও বিক্রয় করি নাই বা অন্য কোন পক্ষের নিকট বন্ধক রাখি নাই।
  3. এই সম্পত্তি সরকারি, খাস/অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি নয় বা অন্য কোনভাবে সরকারের উপর বর্তায় নাই।
  4. দলিলে বর্ণিত কোন তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হইয়া থাকিলে তজ্জন্য আমি/আমরা দায়ী হইব এবং আমার/ আমাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করা যাইবে।
  5. হস্তান্তরিত জমি সম্পর্কে কোন ভুল, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করিয়া থাকলে প্রয়োজনে নিজ খরচায় ভুল শুদ্ধ করিয়া ক্ষতিপুরনসহ নুতন দলিল প্রস্তুত ও রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য থাকিব।

জাতীয় পরিচয়পত্রের নামের ভুল সংশোধনের হলফনামা কিভাবে করতে হয়?

প্রথমে আপনাকে যেতে হবে একজন আইনজীবীর কাছে, সেখানে গিয়ে ননজুডিশিয়াল স্ট্যাম্পে জাতীয় পরিচয়পত্রের নামের ভুল সংশোধনের জন্য একটি হলফনামা লিখাতে হবে, উক্ত হলফনামার উপরে আপনার পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দিতে হবে এবং উক্ত হলফনামায় আপনার স্বাক্ষর দিতে হবে।  এবার হলফনামার শেষ অংশে আইনজীবী স্বাক্ষর করে দিবে এবং আইনজীবীকে উল্লেখ করতে হবে এই হলফনামাটি তার সামনে সম্পন্ন করা হয়েছে এরপর হলফনামাটি নিয়ে আপনি জাবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে সেখানে গিয়ে হলফনামাটি সম্পর্কে সত্যপাঠ করবেন। ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে এর ওপর স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি সিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *