ফ্রিলান্সিং কি? টিউশানি নাকি ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং শব্দটি শুনলেই মনে দোলা দেয়। আমার উকি দেওয়া আশাটি যেন নিমেষেই উবে যায় এই ভেবে যে, আমার মধ্যে কি ফ্রিল্যান্সিং করার যোগ্য রয়েছে। এই যে, আপনাকে বলছি যোগ্যতা নিয়ে কেউ জন্ম গ্রহণ করে না। আজ থেকে লার্নিংটা শুরু করে দিন, দেখবেন একটি আপনি Skilled হয়ে উঠেছেন। সেদিন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এমনকি আপনিও চাইলে আপনাকে ফ্রিল্যান্সিং হয়ে উঠা থেকে ফেরাতে পারবেন না।

ফিল্যান্সিং শিখতে কি কি দক্ষতার প্রয়োজন পড়ে?

আপনার ইচ্ছশক্তি এবং লিখতে পড়তে জানার যোগ্যতাটা থাকতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে আপনাকে প্রতিষ্ঠিত করতে চান তবে আপনার ইচ্ছাশক্তি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যই আপনিকে এগিয়ে নিয়ে যাবে। যদি কম্পিউটার না জেনে থাকেন তবে কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটি জ্ঞান নিয়ে ফেলুন এখন অনলাইনে স্মার্টফোনে এবং প্র্যাকটিসের জন্য আপনি একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার কিনে ফেলুন। আপনি চাইলে কিছুদিন পরও কম্পিউটার কিনে নিতে পারেন। একটি কথা মনে রাখবেন, যত বেশি লার্নিং তত বেশি আর্নিং। আপনার লার্নিং যেদিন থেমে যাবে আপনি আর্নিংও সেদিন হতেই কমা শুরু হবে । ক্রমাগতভাবে একদিন আপনার আর্নিং থেকে যাবে।

কোন কোন বিষয়ে আপনি স্কিল অর্জন করতে পারেন?

প্রথমেই আপনাকে আমি জিজ্ঞাসা করবো আপনি Passion কোন বিষয়ে রয়েছে। আপনি আপনার প্যাশন আগে খুজে বের করুন। এমন একটি কাজ বা পেশা সিলেক্ট করুন যেখানে কাজ করতে আপনি কোন ভাবেই বিরক্ত হবেন না। প্রথমেই আপনাকে বলবো এসইও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং এসব বিষয়ে বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা রয়েছে। এছাড়াও যদি আপনার অন্য কোন বিষয়ে আগ্রহ থাকে তা আপনি শিখে নিতে পারেন। নিচের ইমেইজে যেসব ক্যাটাগরিজ রয়েছে তার ম্যাক্রো বিষয়ে আপনি দক্ষতা অর্জন করার চেষ্টা করুন।

Skilled should be developed

List of Niche what is very demandable to Upwork and others earning platform. You should develop your skill in the bellow list.

  1. Customer Experience & Support
  2. Other Customer Service & Support
  3. Tech Support & Content Moderation
  4. A/B Testing
  5. Data Extraction/ETL
  6. Data Mining & Management
  7. Data Visualization
  8. Machine Learning
  9. Quantitative Analysis
  10. Other – Data Science & Analytics
  11. Art & Illustration
  12. Audio & Music Production
  13. Branding
  14. Gaming & AR/VR
  15. Graphic, Editorial & Presentation Design
  16. Performing Arts
  17. Photography
  18. Product Design
  19. Video & Animation
  20. Voice Talent
  21. 3D Modeling & CAD
  22. Architecture
  23. Chemical Engineering
  24. Civil & Structural Engineering
  25. Contract Manufacturing
  26. Electrical Engineering
  27. Interior Design
  28. Mechanical Engineering
  29. Physical Sciences
  30. Other – Engineering
  31. Database Administration
  32. ERP/CRM Software
  33. Information Security
  34. Network & System Administration
  35. Other – IT & Networking
  36. Contract Law
  37. Corporate Law
  38. Intellectual Property Law
  39. Paralegal Services
  40. Other – Legal
  41. Display Advertising
  42. Email & Marketing Automation
  43. Lead Generation
  44. Market & Customer Research
  45. Marketing Strategy
  46. Public Relations
  47. SEM – Search Engine Marketing
  48. SEO – Search Engine Optimization
  49. SMM – Social Media Marketing
  50. Telemarketing & Telesales
  51. Other – Sales & Marketing
  52. General Translation
  53. Legal Translation
  54. Medical Translation
  55. Technical Translation
  56. Desktop Software Development
  57. Ecommerce Development
  58. Game Development
  59. Mobile Development
  60. Product Management
  61. QA & Testing
  62. Scripts & Utilities
  63. Web & Mobile Design
  64. Web Development
  65. Other – Software Development
  66. Content & Copywriting
  67. Creative Writing
  68. Editing & Proofreading
  69. Grant Writing
  70. Resumes & Cover Letters
  71. Technical Writing
  72. Other – Writing

This is very micro niches to get your started to learn skill. If you are a skilled person, You don’t need to think that what will be your future.

আপনি হয়তো প্রাইভেট পড়িয়ে তাৎক্ষনিক অর্থ পাচ্ছেন কিন্তু আপনি যদি প্রতিদিন প্রাইভেট পড়ানোর পাশাপাশি ২-৩ ঘন্টা ব্যয় করে ব্লগিং করেন বা ইউটিউবিং করে তবে আপনি খুব ভাল আয় কিন্তু অনলাইন থেকেই করতে পারেন। অনলাইন থেকে আয় করতে হতে ফুলটাইম সময় ব্যয় করতে হবে এমনটি নয়। আপনি চাইলে আপনার অলস সময় ব্যয়ের মাধ্যমে খুব সহজেই অনলাইন হতে আয় শুরু করতে পারেন। শুরুতে হয়তো ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে কিন্তু সাহস করে আপনি শুরু করুন দেখবেন। কিছু একটা শুরু হয়ে যাচ্ছে।

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং 2024 । ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

One thought on “ফ্রিলান্সিং কি? টিউশানি নাকি ফ্রিল্যান্সিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *