মা ও শিশু ভাতা ২০২৩ । ভাতাভোগী নির্বাচনের আবেদন ডকুমেন্ট ও বাছাই প্রক্রিয়া দেখে নিন

মা ও শিশু ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আপনি প্রতিমাসেই ১-২০ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন-এজন্য ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে – মা ও শিশু ভাতা ২০২৩

আবেদন ফি কত দিতে হয়? – ১০ এপ্রিল 2022 থ্রি তারিখের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২০২৩ অর্থ বছর সারা দেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু হয়েছে। জন্মহার,দারিদ্রতা, এবং পুষ্টি সূচকের উপর ভিত্তি করে ইউনিয়ন ওয়ারি ভাতাভোগীর সংখ্যা বিভাজন করা হয়েছে। উল্লেখ্য যে, প্রতি ইউনিয়ন/পৌরসভা প্রতি মাসে শর্তপূরণ সাপেক্ষে গর্ভবতী মহিলা নিজে ইউনিয়ন/পৌর ডিজিটাল সেন্টারে নির্ধারিত ৪০ টাকা ফি প্রদানের বিনিময়ে অথবা উপজেলা তথ্য আপা/তথ্য সেবাসহকারীর নিকট বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদনকারীর ০৪-০৬ মাসের গর্ভাবস্থায় থাকবেন। গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৩ : ডাউনলোড

প্রতিমাসেই কি আবেদন করা যায়? প্রতিমাসের ইউনিয়ন পর্যায়ে আবেদন গ্রহন অবশ্যই প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত আবেদন ২০-২৫ তারিখের মধ্যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে তথ্য আবশ্যকীয়ভাবে যাচাই বাছাই পূর্বক ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির নিকট প্রেরণ করবে। প্রতিমাসের ২৫-৩০ তারিখের মধ্যে প্রাপ্ত প্রাথমিক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের মাধ্যমে যাচাই পূর্বক তালিকা উপজেলা কমিটির মাধ্যমে তালিকা চুড়ান্ত অনুমোদন হবে।

মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীদের মাসে মাসে নির্বাচন এবং মাসে মাসে ভাতা প্রদান করা হবে। সে কারণে ইউনিয়ন ও উপজেলা কমিটির নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন পূর্বক উপকারভোগীর তালিকা প্রাথমিক ও চুড়ান্ত অনুমোদন করতে হবে।

ভাতাভোগী নির্বাচনের শর্ত কি কি? জুলাই/২০২২ থেকে ডিসেম্বর/২০২২ পর্যন্ত আবেদনকারীদের ডাটা ১৫/০১/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত এন্টি করা যাবে। নির্ধারিত সময়ের পর জুলাই/2022 হতে ডিসেম্বর/২০২২ পর্যন্ত সময়ের ভাতাভোগীদের ডাটা এন্টি করা যাবে না । প্রতি মাসে যারা ৪-৬ মাসের গর্ভবতী তারা ভাতাভোগী হিসেবে ডাটা এন্টি করতে পারবে।
বরাদ্দ বিভাজন হতে যদি কোন ইউনিয়ন বাদ যায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা dwa.mcbp@gmail.com ই-মেইলে জানানোর জন্য বলা হল।

মা ও শিশু ভাতা ২০২৩ । ভাতাভোগী নির্বাচনের আবেদন ডকুমেন্ট ও বাছাই প্রক্রিয়া দেখে নিন

পরবর্তীতে ঐ উপজেলার বরাদ্দ হতে পূন-বিন্যাস করা হবে। নির্ধারিত ব্যক্তি দ্বারা ভাতাভোগীর ডাটা এন্টি করার জন্য বলা হয়েছে। সংযুক্ত বিভাজন অনুযায়ী ভাতাভোগী নির্বাচন করতে বলা হয়েছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা / পরিবার পরিকল্পনা দপ্তর কর্তৃক এ.এন.সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড) পর্যবেক্ষণ করবেন।

Caption: Source of information

মা ও শিশু ভাতার আবেদন ডকুমেন্ট ২০২৩ । ভাতার প্রাপ্তির আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে 

  1. (ক) এন.আই.ডি কার্ড (জাতীয় পরিচয় পত্র
    (খ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা | পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এ.এন.সি কার্ড (এন্টি নেটাল কেয়ার কার্ড)
    (গ) নিজস্ব মোবাইল/এজেন্ট/অন লাইন ব্যাংক একাউন্টসহ আবেদন করবেন।
    (ঘ) আবেদনকারী অবশ্যই ২০-৩৫ বছর বয়স হতে হবে এবং প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে।

ইউনিয়ন পরিষদ কিভাবে ইউজার আইডি বা পাসওয়ার্ড পাবে?

ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে আই,ডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তাদের প্রোফাইল তৈরী করে dwa.mcbp@gmail.com ই-মেইলে জানানোর জন্য পূর্বে নির্দেশনা দেওয়া হয়েছিল। যে সকল উপজেলা থেকে উদ্যোক্তাদের তথ্য প্রেরণ করা হয় নাই,সেই সকল উপজেলা কর্মকর্তাদের ইউনিয়ন/পৌরসভার উদ্যোক্তাদের আই,ডি তেরী করে মেইলে জানানোর জন্য বলা হয়েছে।

https://bdservicerules.info/%E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *