সর্বশেষ নিউজ

১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে ২০২২ । লাভ বা মুনাফা বেশি পাওয়া যাইবে?

টাকা বাড়বে কি? টাকা বাড়ার দিন তো কবেই চলে গেছে- মূল্যস্ফিতি এখন উচ্চ পর্যায়ে অন্যদিকে ব্যাংকের ঋণে সুদের উর্ধ্বসীমা নির্ধারণ করে দেয়ায় ব্যাংক সুদের হার এখন কোন কাজেই আসছে না – ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে ২০২২ । লাভ বা মুনাফা বেশি পাওয়া যাইবে?

লাভ বা মুনাফা বেশি পাওয়া যাইবে? – প্রথমে আপনাকে বিনিয়োগ ক্ষেত্র জানতে হবে। আপনি মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ যদি ব্যবসায়ে করেন তবে ঠিক কত টাকা লাভ হবে সেটি অজানা। তবে আপনার পরিশ্রম ও বুদ্ধি যদি ঠিক ঠাকমত কাজ করে তবে আপনি ভাল মুনাফা অর্জন করতে পারবেন। যদি ব্যবসা না করে ব্যাংক বা অন্য কোন বিনিয়োগ মাধ্যমে অর্থ লগ্নি করতে চান তবে এই পোস্টটি আপনার জন্যই। চলুন শুরু করা যাক। Mutual Trust Bank DPS Scheme 2022 । প্রতি মাসে ৫০০ টাকা জমা করেই ডিপিএস খুলুন

আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি এক লক্ষ টাকা এখনকার পরিস্থিতিতে ব্যবসা ছাড়া কোথায় রাখবেন? প্রথমে আমি বলবো যেহেতু ব্যবসা করা যাবে না তাই আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হলে স্বল্প দামের জমি কিনে রাখবো আর যদি এটি থেকে নিয়মিত মুনাফা পেতে চাই তবে আমি সঞ্চয়পত্র কিনে রাখবো ন্যূনতম ৩ বছর মেয়াদী। তৃতীয় অপশন হিসেবে গোল্ড বার বা জুয়েলারী কিনে রাখবো। এমন সিদ্ধান্ত কেন? Pubali Bank DPS Interest Rate । পূবালী ব্যাংক ডিপিএস রেট ২০২২

গত এক যুগের হিসাব যদি আমরা টানি তবে দেখা যাবে জমির দাম ৫ গুন বা ২১ গুন বৃদ্ধি পেয়েছে এবং সঞ্চয়পত্র বিনিয়োগে ২.৫% বৃদ্ধি পাবে এবং স্বর্ণের ক্ষেত্রে ৪গুন বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে ঋণের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেধে দেওয়া ফলে ব্যাংকে যদি আপনি এফডিআর করেন সর্বোচ্চ ৫-৬% সুদ বা মুনাফা দিবে যা মূল্যস্ফিতির নিচে পড়ে যাবে। ব্যাংকে টাকা রাখলে মুনাফার উপর ১৫% আয়কর কেটে যা দিবে বছর শেষে ১ লক্ষ টাকার মান কমে যাবে। তাই ১। জমি ২। স্বর্ণ ৩। সঞ্চয়পত্র ৪। ব্যাংক এফডিঅর। Sonali Bank DPS । ১০ বছর মেয়াদী সোনালী ব্যাংক ডিপিএস ২০২২

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছাড়া শেয়ার বাজার হতে পারে ক্ষুদ্র বিনিয়োগ কেন্দ্র / ছোট বিনিয়োগগুলো আপনি শেয়ার বাজারে করতে পারেন। 

বাংলাদেশের শেয়ার বাজার যদিও খুব বেশি আপ ডাউন হয় তবুও আপনি শেয়ার বাজারের গত ১০ বছরের অবস্থা যদ দেখেন তবু দেখবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্রের থেকেও বেশি বাড়বে অর্থাৎ মূল্যস্ফিতির থেকে বেশি বাড়বে। আপনি যদি শেয়ার বাজার খুব বেশি বুঝতে না পারেন তবে আপনি মিউচুয়াল ফান্ড ও প্রাইমারি শেয়ারে বেশি বিনিয়োগ করুন। সেকেন্ডারী শেয়ার স্বল্প পরিমানে ক্রয় করুন। এখন অনলাইনেই বিও একাউন্ট খুলে ট্রেড করা যায়।

শেয়ার বাজারে বিনিয়োগ

Source Download

বাংলাদেশে বিনিয়োগ ক্ষেত্রে সমূহ । ব্যাংকে টাকা রাখলে লাভ কি?

  1. ফসলি বা দোকানপাট জমিতে বিনিয়োগ করুন। ১০ বছরে ৫-২০% বাড়বে।
  2. স্বর্ণের বার বা জুয়েলারীতে বিনিয়োগ করুন। ১০ বছরে ৪ গুন হবে।
  3. সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। ১০ বছরে ২.৫ গুন হবে।
  4. শেয়ার বাজারে বিনিয়োগ করুন। ১০ বছরে ৪.৫ গুন হবে।
  5. ব্যাংক এফডিআর বিনিয়োগ করুন। ১০ বছরে দ্বিগুন হবে।

কোন ব্যাংকে টাকা রাখলে লাভ বেশি ২০২২?

সকল ব্যাংকই প্রায় কাছাকাছি মুনাফা বা সুদ প্রদান করে থাকে। ব্যাংক ঋণের হার উর্ধ্বসীমা ৯% বেধে দেওয়ার ফলে আমানতকারীদের আমানতের উপর খুব একটা মুনাফা ব্যাংক চাইলেও দিতে পারছেনা। সকল ব্যাংকে এফডিআর ৫-৭% সুদ দিয়ে থাকে। আপনি ১ লক্ষ টাকা ব্যাংকে রাখলে আসলে কোন লাভই হবে না। মেয়াদ শেষে ৬% মুনাফা সহ আপনি যে টাকা পাবেন তা ঐ সময়ে মূলত এক লক্ষ টাকাই থাকবে অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে মূল্যস্ফিতির সাথে মূল্যমান সমন্বয় করলে আপনার টাকা বাড়বে না।

আপনি যে খাতেই বিনিয়োগ করুন না কেন তা যদি মূল্যস্ফিতির থেকে কম হয় তবে আপনার সেখানে বিনিয়োগ না করাই শ্রেয়। আপনি ঘরে রেখে দিলে টাকা কমে যাবে। বছর শেষে ৭.২% মূল্যস্ফিতি হলে ঘরে রাখা টাকা ৭.২% হারে কমতে থাকবে অর্থাৎ প্রতি বছর ৭২০০ টাকা করে কমবে। বাস্তবে যদি সেটি আপনি দেখতে পারবেন না কিন্তু মূলত টাকা মান কমে গিয়ে আপনার লাখ টাকা হাজার টাকায় পরিনত হবে। তাই বুঝেশুনে উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করুন। Mudaraba Ahsan Deposit Scheme(Probable Millionaire) । ইসলামী ব্যাংক মিলিওনিয়ার স্কিম ২০২২

সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৩ । সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি কাগজপত্র লাগে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *