পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৩ । পাসপোর্ট/ জন্ম নিবন্ধন ব্যবহারেও সিম কার্ড রেজিস্ট্রেশন করা যায়
একজন প্রবাসী বা অপ্রাপ্ত বয়স্ক তরুন জন্ম নিবন্ধন বা তার পাসপোর্ট দিয়ে নতুন সিম ক্রয় করতে পারবেন – পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৩
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) সিদ্ধান্ত মোতাবেক একজন মোবাইল ফোন ব্যবহারকারী জাতীয় পরিচয়পত্র ব্যতীত পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম নিবন্ধন এর যে কোন একটি দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে পারবেন। আমাদের দেশে অনেকেই ১৮ বছর হওয়ার পরও কেবল জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বিদেশ থেকে স্বল্প সময়ের জন্য দেশে আসে বা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেবল করেছেন কিন্তু এখনও এনআইডি হাতে পাননি। তাদের জন্য এমন ব্যবস্থা রাখা হয়েছে। ই পাসপোর্ট ফি ২০২২ । ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
বিটিআরসির সেন্ট্রাল সার্ভারের সাথে বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে কোন ব্যক্তির জন্ম নিবন্ধন/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের তথ্য এখনও সংযুক্ত করা নাই। এনআইডিতেই কেবল ভেরিফাই করা যায়। এছাড়া যেহেতু জাতীয় পরিচয়পত্র, স্মার্ট এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্ম নিবন্ধন সনদের বায়োমেট্রিক তথ্যের মধ্যে সংযোগ স্থাপনের কোনো ব্যবস্থা নাই, একজন ব্যক্তি এই পাঁচ ধরণের ডকুমেন্টের বিপরীতে ১৫টি করে সর্বমোট ৭৫টি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন। এটি সরকারের নীতিমালার সম্পূর্ণ বিরোধী। তাই ডকুমেন্ট যেন অন্যায় কাজে ব্যবহার না হয় এজন্য জাতীয় পরিচয়পত্র ছাড়া স্থায়ী কোন সিম রেজিস্ট্রেশন করা যায় না। Singapore Visa Check । সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম ২০২২
এনআইডি ছাড়া সর্বোচ্চ কয়টি সিম রেজিস্ট্রেশন করা যাবে? এনআইডি ছাড়া অন্যান্য ডকুমেন্ট দিয়ে সর্বোচ্চ ২টি সিম নিবন্ধন করা যাবে। এসব সিম নিবন্ধনের ৬ মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র দ্বারা পুনরায় নিবন্ধন করা না হলে, ফোন নম্বরটি বন্ধ করা হবে। এক্ষেত্রে সিমের নিবন্ধন, যাচাই, পুননিবন্ধন, বন্ধ সিম চালু করা, প্রতিস্থাপন, সিম বন্ধ করে দেওয়া ইত্যাদি কাজ শুধুমাত্র অপারেটরদের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে করতে হবে। খুচরা বিক্রেতারা এই সেবা দিতে পারবেন না অর্থাৎ রাস্তাঘাট বা দোকান হতে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন দিয়ে সিম ক্রয় করা যাবে না।
সরকার নির্ধারিত সর্বোচ্চ ১৫ টি সিম ক্রয় করতে পারবেন একজন নাগরিক / ট্যুরিস্ট সিমের মতই পাসপোর্ট বা এনআইডি দিয়ে ৬ মাস মেয়াদে সিম ক্রয় করা যাবে।
এতে সিমের ক্রয় মূল্য কি কম হবে? না সিমের ক্রয় মূল্য একই হবে।
Caption: Source of Information by GP
নতুন সিম ক্রয় পদ্ধতি ২০২৩ । কিভাবে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন দিয়ে সিম ক্রয় করবেন
- রিটেইলার বা রাস্তাঘাট বা খুচরা দোকান থেকে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে সিম ক্রয় করতে পারবেন।
- আপনাকে জিপি বা যে কোন অপারেটরের কাস্টমার সার্ভিসে যেতে হবে।
- অপারেটরের কাস্টমার সার্ভিস হতে ডকুমেন্ট প্লেস করে সিম ক্রয় করতে পারবেন।
- সর্বোচ্চ ২টি সিম ক্রয় করতে পারবেন।
- ৬ মাসের মধ্যে এনআইডি দিয়ে পুন: রেজিস্ট্রেশন না করলে বন্ধ হয়ে যাবে।
- ৬ মাস পর অটো বন্ধ হয়ে যাবে।
জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে সিম নেয়া যায়?
যে সকল গ্রাহক এর Valid NID কার্ড নেই তারা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন, এর সাহায্যে শুধুমাত্র গ্রামীনফোন কেয়ার (নিজস্ব জিপিসি এবং এয়ারপোর্ট জিপিসিএফ) থেকে সিম কিনতে পারবেন। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখছি যে পরবর্তী ৬ মাসের মধ্যে NID টি সাবমিট করতে হবে অন্যথায় কানেকশন টি বন্ধ হয়ে যাবে। Dubai visa check online । দুবাই ভিসা চেক করার নিয়ম ২০২২